আমাদের কথা খুঁজে নিন

   

আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া ........ বিমা ভাইরে খুব মিস করি ......

sabujs@yahoo.com
আমরা তিন অরন্যচারী ............. আমাদের পদতলে ছিলো বৈরাগ্যের লালচে ধূসর ধূলো দুপাশে সমুদ্রের মতো ধানক্ষেত আর গজার জারুল ও হিজলের অনিরুদ্ধ বন । কখনোবা মাধবীলতার ঝাড় দেখে মনে হচ্ছিলো ----- ওরা আজ আমাদেরই প্রতীক্ষায় অরন্য জাগিয়ে চোখ মেলে আছে মাঝে মাঝে রক্তরাঙা কৃষ্ণচূড়ার ঝলসে ওঠা শীতল আগুনে শিহরিত হচ্ছিলো আমাদের চোখ ......... বুনোপথ ও পথচেরা তারাফুলের সহজ সৌরভে উষ্ণতার স্পর্শে ভরে ওঠেছিলো আমাদের হিমায়িত মন '' আমরা তিন অরন্যচারী আমরা হেটে যাই মৌন স্তব্ধতায় আমরা পথ খুজিঁ বৈশাখী শূন্যতায় .......... ( এই ছোট্ট লেখাটি বিমা ভাইয়ের জন্য ......... বিমা ভাই কেমন আছে আমি জানিনা ...... হয়তো ভালো আছে , হয়তোবা ভালো নেই ... কবিতার শিরোনামটা বিমা ভাইয়ের লেখা একটা কবিতা থেকে ধার করা । বিমা ভাইকে অনেক মিস করি ...... অনেক ................... )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.