স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন জয় করলেন নোভাক জকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে পরাজিত করে। গতকাল ভোরে নিউইয়র্কের বিলি জিন কিং সেন্টারে ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই নাদাল সার্বিয়ান তারকা জকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বে আধিপত্যটা ধরেই রাখলেন। এই শিরোপা নাদালকে ফেদেরার এবং পিট সাম্প্রাসের আরও কাছে নিয়ে এল। ১৩টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল আর একটি শিরোপা জিতলেই ছুঁতে পারবেন সাম্প্রাসের ১৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড। ফেদেরারকে স্পর্শ করতে অবশ্য এখনো প্রয়োজন আরও চারটি গ্র্যান্ডস্লাম।
১৭টি গ্র্যান্ডস্লাম জিতে ফেদেরার আছেন সবার উপরে।
ইনজুরি রাফায়েল নাদালের ক্যারিয়ার থেকে প্রায় একটা বছর কেড়ে নিয়েছে। তার ইনজুরি অনেকের মনেই সন্দেহ এনে দিয়েছিল। নাদাল আবার কোর্টে ফিরবেন তো! নাদাল ফিরেছেন। কেবল ফিরলেনই না, আগের চেয়ে দূরন্ত হয়ে ফিরলেন।
ইনজুরি ফেরত নাদাল এরই মধ্যে জয় করেছেন দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা (চলতি বছরে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন)। এছাড়াও বেশ কিছু এটিপি শিরোপা তো রয়েছেই। এ নিয়ে ক্যারিয়ারে তিনি ৬০টি শিরোপা জয় করলেন। সামনে লক্ষ্য কি নাদালের? ফেদেরারকে ছাড়িয়ে যাওয়া! ২৭ বছরের নাদাল ফেদেরারকে স্পর্শ করতেই পারে। ৩২ বছরের ফেদেরার ঠিক পাঁচ বছর আগে এই ইউএস ওপেনেই ১৪তম গ্র্যান্ডস্লাম জয় করেছিলেন।
এরপর গত পাঁচ বছরে তিনি কেবল তিনটি গ্র্যান্ডস্লাম জয় করতে পেরেছেন। নাদালও কি ফেদেরারের পথেই হাঁটবেন? এই স্প্যানিয়ার্ড অবশ্য বর্তমান নিয়েই সন্তুষ্ট। তিনি ইউএস ওপেন জয় করে বলছেন, 'এটি সত্যিই আমাকে আবেগী করে তুলেছে। আমার বন্ধুরা জানে, এর মূল্য কি। ' যুক্তরাষ্ট্র থেকে রাফায়েল নাদাল ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ কোটি টাকা) নিয়ে দেশে ফিরছেন।
এর অর্থই হলো স্পেনের কর বিভাগ অন্তত ১৫ কোটি টাকা কর পাচ্ছে নাদালের কাছ থেকে।
এদিকে নোভাক জকোভিচকে আরও একবার হতাশ করলেন নাদাল। জকোভিচ অবশ্য ফাইনালে নাদালের আধিপত্য স্বীকার করছেন। 'আমি এখানে জিততে পারলে খুশিই হতাম। তবে আজ (গতকাল) এখানে নাদালেরই জয় প্রাপ্য ছিল।
সে দুর্দান্ত খেলেছে। ' ইউএস ওপেনে নাদালের দ্বিতীয় শিরোপা। ফ্রেঞ্চ ওপেনের সম্রাটের আধিপত্য এখন অন্য গ্র্যান্ডস্লামগুলোতেও আধিপত্য বিস্তার করছেন। নাদাল ২৭ বছরেই ১৩টি গ্র্যান্ডস্লাম জয় করেছেন। ফ্রেঞ্চ ওপেনে এখনো তার প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়নি।
২০০৫ সাল থেকে টানা এখানে জিতে চলেছেন তিনি। কেবলমাত্র ২০০৯ সালে ইনজুরির কারণে টুর্নামেন্ট খেলতে না পারায় সেবার ফেদেরার জিতেছিলেন।
নাদালের সামনে আরও একটি চমৎকার সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্য তার। ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম তিনি অনেক আগেই পুরো করেছেন।
ক্যালেন্ডার গ্র্যান্ডস্লামটাই বাকি ছিল। এ রেকর্ড অবশ্য এর আগে কেবল দুজন করতে পেরেছেন। ১৯৩৮ সালে সবকটি গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ডন বাজ। রড লেভার এই রেকর্ড গড়েছিলেন ১৯৬২ ও ১৯৬৯ সালে চারটি করে গ্র্যান্ডস্লাম জিতে। নাদাল ক্যালেন্ডার গ্র্যান্ডস্লাম জয়ের ব্যাপারে বলছেন, 'বর্তমান টেনিসে এক বছরে চারটি গ্র্যান্ডস্লাম জেতা খুবই কঠিন।
এখন প্রতিদ্বন্দ্বিতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। ' নাদাল অবশ্য ঠিকই বলেছেন। ফেদেরার, জকোভিচ, মারেদের মতো তারকাদের সঙ্গে লড়াই করে ক্যালেন্ডার গ্র্যান্ডস্লাম জয় করা কঠিন বটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।