আমাদের কথা খুঁজে নিন

   

আরিলডকে লেখা প্রথম খোলা চিঠি



আরিলড্ মহোদয় সত্যি আপনি সাহসের পরিচয় দেখিয়েছেন। আপনার ব্লগে বাংলাদেশ প্রেমিকদর আপনি খাঁচায় ভরেছেন, কারণ তারা শুকরের সাথে সহাবস্থানে অস্বিকৃতি জানিয়েছে এবং আপনার ব্লগের উপড়ে উড়তে থাকা লাল সবুজ পতাকার উঠোনে রাজাকারের নৃত্যকে বন্ধ করতে চেয়েছে। জনাব, আপনি ব্লগে লাল সবুজ পতাকা উড়িয়েছেন কিন্তু এর প্রকৃত ইতিহাস, এই সবুজের মাঝে একখন্ড রক্তলালের ইতিহাস কি জানেন?এই ইতিহাস বাঙ্গালীর সংগ্রামের...ভালোবাসার.....বেঁচে থাকার......বাংলায় কথা বলার......মাকে ’মা’ বলে ডাকার ইতিহাস। জনাব, আপনি হয়ত অনুভব করতে পারবেন না এই ইতিহাসকে যারা বিকৃত করার স্পর্ধা দেখায় তাদের ক্ষমা করা যায় না......তাদের প্রতিহত করার জন্য সুন্দর, সুশ্লীল ভাষা খোঁজার মত এতটা ধৈর্য বাঙ্গালী সবসময় দেখাতে পারে না। ভালোবাসার প্রকাশ কখনো কঠোরভাবে করতে হয়......আপনি দেশের প্রতি ভালোবাসাকে......আপনার ব্লগের প্রতি আমার সতীর্থদের ভালোবাসাকে উপহাস করলেন।

জনাব, আপনার ব্লগকে আমরা ভালোবাসতাম......আপনি যাদের ব্যান করেছেন আপনি দয়া করে তাদের পোষ্ট পড়েন.....বিশেষ করে মানুষ আর বিষাক্ত মানুষের.... দেখেন তারা কতটা জনপ্রিয়,কত ভালো লেখে,তাদের দেশপ্রেম দেখেন.....দেখেন তারা গালিবাজ কি না। জনাব, ব্লগ আপনার তাই সিদ্ধান্ত আপনি নিয়েছেন.....তবে ব্লগকে আমরা ভালোবেসেছি....আমাদের মত সাধারণ বক্ষগার চলে গেলে আপনার ব্লগ চলবে.....হয়ত নৃত্য করবে রাজাকারের বাচ্চারা......অভিনন্দন জানাবে কিছু জনপ্রিয় ব্লগারকে তাড়িয়ে রাজাকারী নৃত্যের সুযোগ করে দেয়ার জন্য। আপনাকে অনুরোধ করছি না আমার সতীর্থদের আনব্যান করার জন্য তবে আমরা দাবী করেছি। আপনি ভেবে দেখবেন আপনার জন্য কোন কর্ম বেশী লাভজনক। তবে জেনে রাখেন দেশপ্রেমিক আর রাজাকার এক প্লাটফর্মে থাকতে পারে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.