আমাদের কথা খুঁজে নিন

   

"রবি" পদ্ধতিতে চিকিৎসা কি নিরাপদ???

সকল অনিয়মের বিরুদ্ধে... টেলিভিশনে ইদানীং রবি'র কয়েকটা অ্যাড দেখছি। 'কোল্ড' মানে ঠান্ডা, 'ফ্রিজিং' মানে বেসম্ভব ঠান্ডা। ভালোই লাগে এই অ্যাড টা। কিন্তু একটা "বেসম্ভব" অ্যাড দেখে মনে প্রশ্ন জেগেছে কয়েকদিন ধরেই। মোবাইল ফোন দিয়ে চিকিৎসা করা কি আদৌ কোন বিজ্ঞানসম্মত পদ্ধতি, নাকি আদৌ করা উচিৎ? যেখানে একজন চিকিৎসক কে একজন রোগীর কি রোগ হয়েছে সেটা নির্ণয় করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে এরকম মুখে মুখে রোগের চিকিৎসা, তাও আবার দূরে বসে মোবাইলে, এ তো তেলেসমাতি কারবার!! মানসিক রোগের চিকিৎসা ছাড়া শুধুমাত্র শুনে শুনে রোগ নির্ণয় করা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে তো আমরা সবাই মানসিক রোগী! চিকিৎসায় বিন্দু পরিমাণ ভুলের কারণে যেখানে একজন মানুষ মারাও যেতে পারেন, সেখানে এইধরণের "তেলেসমাতি চিকিৎসা" শুধুমাত্র একটা মোবাইল কোম্পানির ব্র্যান্ডিংই করতে পারে, একজন অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।