যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! । . . . . . . . . . . . . . . আঁধারে কুয়াশায় বিজে উঠা হাঁসের পালক আর জ্যোৎস্নার নিবিড় আল্পনাতে ভেসে যায় পাড়া সবুজ স্নিগ্ধতার আবরণে ঢেকে থাকা কৃষ্ণচূড়ারা খসে পড়ে দিঘীর জলে, বিরহী কপোতের চোখে শোকের অমোঘ তিথি এসে জড়ো হয় বিষাদে। একা পথটা যেন ফুরোয়না আর রাতের পর রাত কেটে যায় ঠিকানা বিহীন সাদামাটা , একা চাঁদটার মত করে একগাল হাসি নিয়ে। দেবদারুর পাতায় পাতায় আজ হাহাকার যেন চুয়ে চুয়ে পরা শিশির বিন্দু গুলো একাকার হয়ে এসে মিশে যায় একান্তে খুব নিরবে নীরে ফেরা পাখিদের মত করে গহীনে স্মৃতির নষ্টালজিয়ায়। পৃথিবীর পথে পথে ধুলোমাটি আর ধূসর মেঘের ভেলায় ঢেকে থাকা রোদ আশাহত সবকটা বিকেলের শেষ আলো নিভে যাওয়া সব আয়োজন তবু শেষ যেন হয়না কিছুতে। ***কেউকি যানে আজকের জ্যোৎস্নাটা অসম্ভব সুন্দর***
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।