আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মরন ও বিবৃতি



চালের মূল্যের উর্দ্ধগতি রোধে বর্তমান তত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছেন ৷ এবং একটি লোক ও না খেয়ে মারা গেলে সে জন্য সরকারকে জবাবদিহি করতে হবে - আওয়ামী লীগের উচ্চ স্থানীয় এক নেতা গনমাধ্যমে উপরোক্ত বিবৃতি দিয়েছেন ৷ কিন্তু এরূপ বিবৃতি দেবার পূর্বে তার স্মৃতি থেকে মনেহয় তাদের শাসনামলের ১৯৭৪ সালের বাংলাদেশের অবস্থার চিত্র মুছে গিয়েছিল ৷ কত হাজার বাংলাদেশী তখন অনাহারে প্রান হারিয়েছিল তা হয়তো তিনি বিস্মৃত হয়েছেন ৷ দাতা দেশ গুলো থেকে তখন বাংলাদেশের প্রতিটি দরিদ্র লোকের জন্য একটা করে কম্বল এসেছিল ৷ কিন্তু অধিকাংশ দরিদ্র লোকের কাছে সে কম্বল পৌছায় নি ৷ উপরন্ত ঐসব কম্বলকে সম্বল করেই রাতারাতি এক আওয়ামী লীগ নেতা প্রসিদ্ধি(?) লাভ করেছিলেন ৷ তখন কিন্তু এইসব নেতারা ঐসব ক্রিয়াকান্ডের বিরুদ্ধে কোন বিরূপ সমালোচনা বা প্রতিবাদ করেন নি ৷ অন্ততঃ অনুরূপ কোন ঘটনা এই তত্বাবধায়ক সরকারের আমলে এখন পর্যন্ত ঘটেনি ৷ এবং সেরূপ কোন কিছু আমরাও সংবাদে শুনতে পাইনি ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.