ঘুমিয়ে পড়ার আগে......
হে বাংলাদেশ তোমার বয়স হলো কত
এখনো হেলে আছ একদিকে
যেন যে কোন সময় ভেঙ্গে পরবে
হে বাংলাদেশ....
কখন দাড়াবে শক্ত হয়ে
কখন দাড়াবে নিজ পায়ে
একাত্তুরে যে শিশু হারিয়ে ছিল তার পিতা কে
সে এখন তরুন হয়েছে
পিতার স্বপ্ন তার হারিয়ে গেছে
সে বুঝতে পারে
আরেক টি মুক্তিযুদ্ধের সময় হয়েছে
হে বাংলাদেশ....
একাত্তুরে যে বধু হারিয়েছিল তার স্বামী কে
সে এখন বৃদ্ধা হয়েছে
স্বামীর স্বপ্ন তার হারিয়ে গেছে
সে বুঝতে পারে
এবার ছেলেকে যুদ্ধে পাঠানোর সময় হয়েছে
হে বাংলাদেশ
গান-হে বাংলাদেশ
ব্যান্ড-রেনেসাঁ
এলবাম-একুশ শতকে
লিংক--হে বাংলাদেশ
...........................
জয়নুল আবেদীন এর আঁকা একটা ছবি আর রেনেসাঁর একটা গান দিলাম।মুখে কিছু বলতে ইচ্ছে করছে না........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।