আমাদের কথা খুঁজে নিন

   

একোঁ না কখনো স্বদেশের মুখ, থোবড়ানো গাল.....

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বলুন তো পেরুর রাজধানী কি?? আমার ধারণা এখানে যারা ব্লগিং করেন তাদের মধ্যে শতকরা ১০০ জনই সঠিক উত্তরটি দিতে পারবেন । এমন কি ৫ম শ্রেনীর একজন শিক্ষার্থীও পারবে । পেরু কেন আরো ছোট কিংবা আমাদের থেকে দরিদ্র দেশ গুলোর রাজধানী মুদ্রার নাম আমরা বলতে পারব ।

কিন্তু ওদের জিজ্ঞেস করুন বাংলাদেশের এর রাজধানীর নাম কি ? ওরা আকাশ থেকে পড়বে , বাংলাদেশ সেটা আবার কি ?? যাদের ভৌগলিক জ্ঞান কোন কারণে ভালো তারা হয়তো সর্বোচ্চ বলতে পারবে , এটা ভারতে ?? হায় ইশ্বর, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি । আমরা যেভাষায় কথা বলি সেটি বিশ্বের ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে ৮ম । আমাদের রাষ্ট্রভাষার মর্যাদা পেতে আন্দোলন করে রক্ত বিসর্জন দিতে হয়েছে, আমরা সেই দিনটিকে সারা বিশ্বে পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে । আরো কত কি ?? হয়তো নাই চিনতে পারে, তাতে ওদের দোষ দেয়া যায় না । আমার প্রশ্নটা কিংবা আপত্তিটা হচ্ছে তবে আমাদের শিখতে হবে কেন ?? তুরষ্কের লোক সংখ্যা কত, সেটা জেনে আমার লাভ কি?? অস্ট্রেলিয়ার ম্যাপ না আকঁতে পারলে কেন ভুগোলে লেটার মার্কস পাওয়া যাবেনা ?? বিশ্বের অন্য দেশের ভূগোল জেনে, আবহাওয়া জেনে আমার কাজ কি? তার চেয়ে নিজের দেশ, দেশের সংস্কৃতির ইতিহাস , ইতিহাস সঠিকভাবে শিক্ষা নেয়াটাই কি জরুরী নয়?? বরং অন্যদেরে নিয়ে এই মাথা ঘামানো তো আমার মনেহয় শৈশব থেকে শিখতে শিখতে আমরা এতোটুকুই শিখে উঠি, আমরা গরীব, আমাদের দেশের সবকিছুই বাংলা !!! বাংলাভাই, বাংলা মদ এমন নেগেটিভ অর্থে ।

তার থেকে নিজের দেশকে আরো বেশী করে জানি নিজের দেশের মানচিত্র ভালোভাবে আকতেঁ শিখি । একোঁ না কখনো স্বদেশের মুখ, থোবড়ানো গাল.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.