প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে
যেন মহিমামণ্ডিত হয় এই উঁকি দেয়া, রোদের আগেই যেই আভা এসে লাগে ধানগাছে, খঞ্জনা পাখির কণ্ঠে উঠে যেন আসে ওই গান, মানুষের ঠোঁটে
যুদ্ধ মনে না যেন করি কেবল, জীবনটাকে, যাপনআনন্দ আছে মনের মাথুরে, সকলে আমার আর আমার সকলে, সকলের ভালোবাসা এসে যেন পড়ে ঠিক আমার ভাগেও
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।