আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় সামহ্যোয়ারইন ব্লগ !!! (বইপাগল-এর সর্বশেষ পোস্ট)

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে। "

কোনো এক অব্যক্ত কারণে এটাই ছিলো বইপাগল নামের কাট-পেস্ট বা কপি-পেস্ট মাস্টারের সর্বশেষ পোস্ট। এই পোস্টটিও কপি-পেস্ট, প্রথমে নোটপ্যাডে লিখে কন্ট্রোল+এ, কন্ট্রোল+সি এরপর কন্ট্রোল+ভি। আজ থেকে আর কখনো বইপাগল তার পক্ষ থেকে কোনো পোস্ট করবে না। সময়ের হিসেবে এখানে আমি অন্যদের চেয়ে নতুন বাসিন্দাই ছিলাম।

তবু অনেক অনেক...ক...ক...ক দরদ আর ভালোবাসা আমার এ জগৎটার প্রতি গড়ে উঠেছিলো। আজকে ছেড়ে যেতে সত্যই খুব কষ্ট হচ্ছে ! আমার জীবনের যে ক'টা দিন বাকি আছে, আমি কখনোই এ ব্লগের কথা ভুলবো না। কষ্ট লাগছে যে আর কখনো এখানে উঁকি মেরেও দেখা হবে না। উঁকি মারতে চাইলে অন্তত একটা জানালা লাগে। কারো কারো জন্যে কোথাও কোনো জানালা থাকে না।

এক টুকরো খোলা আকাশ শুধু তার স্বপ্নের ভেতরই রয়ে যায়। সবার কাছে বিনীতভাবে নিজের ভুল-ত্রুটিগুলোর জন্যে আমি ক্ষমাপ্রার্থী। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আপনি যেই হোন না কেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের সব্বাইকে আমি ভালোবাসি। কোনোদিনও কাউকে সামনাসামনি দেখিনি, তবু অনেকের কাছেই আমি বন্ধু বা ভাই-এর মর্যাদা পেয়েছি।

অনেককেই বোন ভেবে আদর করে আপু বলে ডেকেছি। অনেকের কাছে ছাগলের (বইছাগল) সম্মানও পেয়েছি তাই বা কম কিসে, আমার দেশের অনেক হতভাগা গরীবরা আপনজনের লঞ্চডুবিতে মৃত্যুর উপহার হিসেবে ছাগল উপহার পায় (বা পেতো) ! আসলে কম বেশী সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন এখানে। গত আগস্ট মাস থেকে অনেক সময় এমনও গেছে, প্রচন্ড বিষাদে মন ভারাক্রান্ত হয়েছে, তখন এই ব্লগে ঢুকে নিজেকে সবার সাথে মিলিয়ে শান্তনা খুঁজেছি। খুব ছোট্ট একটা জীবন নিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম তা আমি বলবো না, তবে আমার জীবনে সামহ্যোয়ারের এই ভার্চুয়াল জীবন দুর্দিনে বন্ধুর মতোই ছিলো। আমার প্রচন্ড শোকের সময়ে ছিলো আমার একমাত্র সঙ্গী।

আমি আজ সব শোক দ্রুত কাটিয়ে উঠছি। ততোধিক দ্রুত এগিয়ে যাচ্ছি দুঃখ-সুখের মতো আপেক্ষিক ব্যাপারগুলোর উর্ধ্বে। এটাই আমার শেষ পোস্ট, এখানে আর মন্তব্য পড়তেও আসা হবে না। তাই ইচ্ছে করেই মন্তব্য দেবার সুযোগ বন্ধ করে দিয়ে পোস্ট দিলাম। আমাকে আপনারা ভুলে যাবেন জানি, আমি আমৃত্যু আপনাদের মনে রাখবো।

যাবার বেলায় তাই কারো নাম ধরে বিদায় নিলাম না। আপনারা ভালো থাকুন। আমিও হয়তো ভালোই থাকবো। বিদায় সামহ্যোয়ারইন ব্লগ !!! আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.