আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা মেশিনকে খারাপ ভাবঃ মেশিন ভাল শব্দ-এর সপক্ষে কিছু যুক্তি

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । আজকালকের ছেলেমেয়েরা মেশিন বললেই কি সব ভেবে নেয় । মেশিন কি খারাপ জিনিস ? মেশিন কত কাজে লাগে তারা এটা বুঝে না । মেশিনকে খারাপ শব্দ মনে করে ।

যারা এরকম মনে করো তোমাদের জন্যই লেখাটা । মেশিন ভাল শব্দ এর সপক্ষে অনেকগুলো যুক্তি প্রদান করা হল । যুক্তি নাম্বার-১ মেশিন সায়েন্টিসদের আবিষ্কার । মেশিন এর বাংলা হল ইন্জিন । হা হা হা বাংলা অর্থটা খেয়াল কর তাহলেই হবে ।

ধরে নেও মেশিন চালানো মানে হল ইন্জিন চালানো । ব্যাস তাতেই হবে । যুক্তি নাম্বার-২ “মেশিন চলবে” কুতুবুল আলম, এলেমের দরিয়া, জামানার অলী, গাউসুল আজম, শায়খুল হাদীস এবং মুফাসসিরে কোরআন, হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী (দামাত বারকাতুহুম আলিয়া ) এর মুখ নিঃসৃত পবিত্র বাণী । উনার মত আলেমে দ্বীন যেহেতু মেশিন শব্দটি উচ্চারন করেছেন তাই নিশ্চয় মেশিন শব্দটি খারাপ হতে পারে না ? যুক্তি নাম্বার-৩ মেশিন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাবহার হয় । কত মেশিন আমাদের প্রতিদিন ব্যাবহার করতে হয় ! যে জিনিসটা সব সময় ব্যাবহার হয় সেটা নিশ্চয় খারাপ নয় ? যুক্তি নাম্বার-৪ আমরা মেশিন শব্দটির সাথে সবাই পরিচিত ।

মেশিন চালানোর সাথেও আমরা পরিচিত। মেশিন খারাপ হলে আমরা সবাই এর সাথে পরিচিত হতাম না । শুধু খারাপরাই এর সাথে পরিচিত হত । সুতরাং বুঝা যায় মেশিন একটি ভাল এবং উত্তম শব্দ । যুক্তি নাম্বার-৫ আমরা মেশিনকে এবং মেশিন চালানো কে যতই খারাপ ভাবি না কেন মেশিন ছাড়া নিশ্চয় এমন কিছু কাজ আছে যা করা যায় না।

যেটা খারাপ নিশ্চয় আমরা তার সাহায্য নিশ্চয় নেবো না । তাই না? যেহেতু কাজগুলো করতে আমরা মেশিনের সাহায্য নিচ্ছি তাই নিশ্চিত ভাবে বলা যায় মেশিন এবং মেশিন চালানো একটি ভাল শব্দ । যুক্তি নাম্বার-৬ প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত একটা মুভির নাম ছিল “মেশিনম্যান” । তাহলে বুঝ তুমি কেন মেশিনকে অনর্থক খারাপ বলে মনে করবে ? আরও যুক্তি দেয়া লাগবে ? নিশ্চয়ই না । বাংলায় একটা প্রবাদ আছে - আক্কলকে ইশারা বেক্কলকে ধাক্কা ।

যারা চালাক তাদের অল্প কিছু ইশারা করলেই কাজ হয়ে যায় । বেশি ধাক্কা দিতে হয় না । তোমরা যারা মেশিনকে খারাপ ভাবো তারা নিশ্চয়ই এই লেখাটি পড়ার পর থেকে আর মেশিনকে খারাপ ভাববে না । আমি আশা করি এই লেখাটি তোমাদের মনকে গঠন করতে সাহায্য করবে । বিশেষ দ্রষ্টব্য লেখাটির দ্বারা জীবিত বা মৃত , ঘুমন্ত বা হাটন্ত, ঘুরন্ত বা বসন্ত (বসে আছে যে) কারো দিলে যদি চোট লাগে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।