খুব কাছা কাছি সময়ে প্রকাশ হয়২ টি পোস্ট। দেখুন আপনারা।
*****************************************************************
*_* আলোর মিনার!
লিখেছেন দৃষ্টির ছায়া, ২৪ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৪।
মসজিদুন্ নববীর উত্তর-পূর্ব দিককার সর্বশেষ মিনার।
হোটেল ওবরয়ী ও তাইবার মাঝামাঝি থেকে এরূপ আলো ঝলমলে দৃশ্যে দৃশ্যমান।
প্রথম প্রথম মিনারগুলোতে কাঁচের জানালা আছে বলে মনে হতো, পরে বুঝলাম- সবই আলোর কারুকাজ।
*******************************************************************
* *আলোকিত টয়লেট!
লিখেছেন ডোরাকাটা, ২৪ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:০৫।
আমার রুমের উত্তর-পুর্বদিককার সর্বশেষ কক্ষ, আমার টয়লেট।
বাথটাব আর বেসিনের মাঝামাঝি কমোড এরূপ আলো ঝলমলে দৃশ্যে দৃশ্যমান।
প্রথম প্রথম টয়লেট আর বেসিনটাকে হাঁতির দাতের তৈরি মনে হত, পরে বুঝলাম সবই আলোর কারুকাজ।
কি ভয়ংকর সাহস এই ডোরাকাটা নিক এর। এধরনের পবিত্র স্থান নিয়ে মস্করা করার জন্য সরকার ইতিমধ্য সাপ্তাহীক ২০০০ এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ডোরাকাটা নিক ইসলাম ধর্মের মানুষের অনুভুতি কে নিয়ে উপহাস করে সামাজিক অপরাধ করেছেন। ধর্মভীরু ভাই বোনরা আসুন আমরা একযোগে এ অপরাধের প্রতিবাদ জানিয়ে ডোরাকাটার শাস্তির দাবি জোরালো করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।