আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন পত্রিকাতে দেখছি রোজ, নারী নির্যাতন দুষ্টরা সব নেংটি দিয়ে, এই করেছে পণ যখন যেথা পাবে সুযোগ, ধরবে নারীর গা এরা তো নয় মানুষ কোনো, খেঁকশিয়ালের ছা বিদ্যালয়ে মেয়ের গায়ে হাত দিয়েছে টিচার মানব দেয়াল মিছিল করে চাইছে তাদের বিচার শয়ে শয়ে মরছে মেয়ে, কারখানাতে পুড়ে আমরা সবাই দেখছি ওসব, দাঁড়িয়ে অনেক দূরে ক্যামেরাতে দেখছি ছবি, মানুষ পুড়ে ছাই হায়-হুতাশে কাঁদছে বসে, মাতা-পিতা-ভাই এমনি করে কাঁদবে কতো, বাংলাদেশের নারী শোকে-তাপে আকাশ-বাতাস, হচ্ছে ভীষণ ভারী আমরা মেয়ে আমরা মানুষ, আমরা গড়ি দেশ নিজের হাতে তুলব গড়ে, বাঁচার পরিবেশ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।