যেতে যেতে কোনখানে,হয়ত পৃথিবীর এক কোনে..খুঁজে তারে পাব একদিন নিঃশ্চয়!
ঝরা বকুল
১. চলোনা হারিয়ে যাই
শুধু দুজনায়,
আকাশ মিশেছে যেথায়
সাগর নীলিমায়। ।
২. প্রেম আছে বলে,পৃথিবীতে
আজও ফোটে ফুল,
পাখীরা গায় গান,ফুলের গন্ধে
হয় ভ্রমরেরা আকুল। ।
৩. পতঙ্গ জানে প্রদীপেই
তার আগ্নেয় সমাধি
তবু আগুনে ঝাঁপ দিতেই
যেন তার সুখ ।
।
৪. গাংচিলের বাসা হয়
পাহাড়ের চুড়া,
কারন সে জানে
পাহাড়ের বুক চিরে
নামবে একদিন
ঝরনা ধারা । ।
৫. পাখীরা ভুলেছে গান
নদীর থেমেছে কলতান
উচ্ছল উৎকন্ঠিত এ প্রান;
তুমি আসবে বলে । ।
৬. স্বপ্নের মাঝে দেখা দাও তুমি
ওগো স্বপ্ন হরিনী,
চুপিচুপি এসে চলে যাও তুমি
কেন গো নিভৃতচারীনী!
৭. তোমার জন্যই আমার
প্রতিটা কবিতা লেখা,
তোমার জন্যই আমার
নিরন্তর স্বপ্ন দেখা। ।
৮. নিঃশব্দের শুন্যতায় যখন
হৃদয়ে হাহাকার জাগে,
নিরবতার মাঝে,সকাল সাঝে
তোমায়;ভাবতে ভাললাগে। ।
৯. প্রতিদিন তোমাকে একটি করে চিঠি লিখি,
ভাসিয়ে দিই পূবালী বায়ে,
কিন্তু সে চিঠির আসেনা উত্তর!
তুমি কি বেঁচে আছ নাকি
মরে গেছো অনুভবের শুন্যতায়?
খুব জানতে ইচ্ছে করে।
।
১০. আকাশ বলেছিল,সে আর
ঝরাবেনা দুঃখের বৃষ্টি
বাতাস বলেছিল,সে আর
বইবেনা বিরহের বার্তা!
সোনালী রোদ এসে
উচ্ছলতায় ভরাবে জীবন।
কিন্তু কেউ কথা রাখেনি-
এখন আমার চারিদিকে শুন্য;
শ্রাবনের অমানিশা। ।
১১. আজ আকাশে চাঁদ নেই
নেই ঝাঁকঝাঁক তারার মেলা
অতীত স্মৃতির অলিন্দে আমার
অন্ধকারেই হেঁটে চলা।
।
১২. নিঃসীম আকাশের অসীম শুন্যতায়
আমি খুঁজে ফিরি আপনার অস্তিত্ব;
দৈন্য-হতাশার মেঘ ভেসে বেড়ায় সেথা
দেখিনা সোনালী রোদ!
১৩. কোন সে সুখের লাগিয়া তুমি
ভাঙলে এ হৃদয়,
জীবন নদীর আশার ভেলা
ডুবালে অবেলায়!
----
ভালো লাগলে অনুগ্রহপুর্বক পরিদর্শন করুনঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।