আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার ডাকে খালেদার সাড়া!

ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না। আগামী বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল ডাকা হয়েছিল। তার দুদিন আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিবৃতিতে হরতাল স্থগিতের কথা জানানো হয়। “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্রাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি,” বলা হয় বিবৃতিতে।

সাভারে ধ্বংসস্তূপ পরিদর্শনের সময় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার কাজ অব্যাহত রাখতে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে চারশ প্রাণহানির মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গ্রেপ্তারের দাবিতে সিপিবিও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছিল। তবে বিএনপি-জামায়াত জোটও হরতালের ঘোষণা দিলে তারা কর্মসূচি স্থগিত করে।

ভবন ধসে প্রায় চারশ’ লাশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধ্বংসস্তূপে সপ্তম দিনের উদ্ধার অভিযানে দুটি লাশ উঠে আসে। এই অভিযান আরো চলবে বলে জানানো হয়েছে। কপি: বি.ডি.নিউজ২৪ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.