আমাদের কথা খুঁজে নিন

   

শিকড়হীন আগাছা নাইমুলঃ আমাদের সময় কি সময়ের দালালী করে যাবে ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আমদের সময়- দুর্দান্ত একটি নাম । কিন্তু ইতিহাস কি সাক্ষ্য দেবে আমাদের সময় ছিল দালালীর, চাটুকারিতা আর হঠকারিতার?? হ্যা-- একদিন ইতিহাস । বিগত জোট সরকারের আমলে আমাদের সময়ের নীতিহীন , মুলহীন (নাই মুল) সম্পাদক লিখলেন নবীজি ৪০ বছর বয়েসে নবুওয়্যত পাইলেন আর আমাদের যুবরাজও ৪০বছর বয়সে মহান নেতা হবে ।

আহারা তৈল !!! এতো তৈল পাও কোথায় ?? এরপর এলো তাহার বিশেষ সাক্ষাৎকার, নিজামী বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দিয়েছে!!!!! আরে হালায় যার নিজেরই কোন স্বীকৃতি নাই, বাইচা থাকার লাইগা সারাক্ষণ আর্মী গো পা ধইরা থাকতে হয় (সেই আদ্দিকাল থেকেই) হে আবার অন্যেরে সাট্টিফিকেট দেয় আর তুমি হালায় নপুংশুক সেইটা ব্যানার আইটেম করো । হালা রাজাকারের পোলা । আবার বাপেরে কয়, হের বাপ রাজাকার বইলা হে তারে মাফ করত না । নীতি আদর্শের কোন বালাই নেই । আজকের কাগজ থাইকা হেরে তাড়াইছে কাজী শাহেদ টেকা চুরিরর দায়ে এখন আবার এনজিও খুইলা নানারকম ফন্দিফিকির করতাছে ।

আজকের পত্রিকায় আবার মইনরে নাইম রাষ্ট্রপতি হইব বলে নিউজ করছে । তাও মইন নিজে তহইব না , পাবলিকের অনুরোধে । মাশাল্লাহ !! আর নাইমা যদি জামাতী দের আমীর হইত তাইলে কি করত, ক্ষমা চাইব আর পাবলিক জামাতী গো ক্ষা ক্রা দিব ? আরে মুখোশ পইড়া চেহারা বদলানো যায় কিন্তু আসল চেহারাটি বদলানো যায় ?? নাই মুল যার, তার কাছে একজন রাজাকারের সন্তানের কাছে আমাদের কিইবা প্রত্যাশা করার আছে । (বাপের কৃতকর্ম পোল্লার উপরও বর্তাবে সেটা আমি মানিনা , কিন্তু বাপের কর্মকান্ড যদি পোলাও করে তবে কখন যোগ্য বাপের যোগ্য সন্তান হিসেবে বাপ-বেটার নাম একসাথেই উচ্চারিত হবে ) আমাদের সময় দালালীল নয়, এটা হতে পারেনা । তবে আমাদের সময় পত্রিকা স্রেফ দালালী করেই চলছে, সময় তাই সাক্ষী দেবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।