প্রোগ্রামার বন্ধুদের জন্য এ লেখাটি। এবারের এসিএম আইসিপিসি ২০০৭ ঢাকা রিজিওন প্রোগ্রামিং এ বুয়েট ভালো করেছে। তবে আমি বলবো- এবারের আয়োজনের কথা। দারুন পরিবেশে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হ্য়। ডেফোডিলে একটা জাতীয় কনটেস্ট আয়োজন করতে গিয়েই দেখেছিলাম এটা খুব ঝামেলার কাজ।
(আম্মাআআ) তাই ইষ্ট-ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের আখতার স্যারকে (কনটেস্ট ডিরেক্টর) ধন্যবাদ। আশা করি এবারের ওয়ার্ল্ড ফাইনালেও আামাদের ছেলেরা ভাল করে ফেলতে পারে। এ ব্যাপারে বুয়েটের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুর রহমানকে কৃতীত্ব দিতে চাই। সে নিজ থেকে অনেক ফ্রী ভারচুয়াল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। শাহরিয়ার মনজুর (সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) এক্ষেত্রে আরেক নিবেদিত প্রান মহাশয়।
অনেক ভাল প্রোগ্রামারই আজ প্রোগ্রামিং প্রতিযোগিতা ছেড়ে নিজের কাজে ব্যস্ত। । অবশ্য অনেকেই আবার সাহায্য করেন। কিন্ত শাহরিয়ার মনজুর আজও এই কাজ করছেন মনের আনন্দে। এমনকি এসিএম বুলেটিন বোর্ডের মধ্যেও তার বিভিন্ন সদুপদেশ ও সাহায্য পাওয়া যায় এখনও।
বাংলাদেশের প্রোগ্রামিং প্রতিযোগিতার কি হবে জানি না। কারন অনেক ভাল ছাত্রই কম্পিউটার বিজ্ঞান পড়তে আগ্রহী নয়। ক্রিয়েটিভ এই বিষয়টির সুদিন আবার আসবে এই প্রত্যাশায় শেষ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।