আমাদের কথা খুঁজে নিন

   

বরপক্ষ কনেকে যৌতুক দিতে হবে। (কেএসআমীন)

কেএসআমীন ব্লগ

কন্যা দায়গ্রস্থ পিতা, এমন ধারনা হয়তো সামনে আর আসবে না। কারণ পৃথিবীটা বদলাচ্ছে, আমাদের ধ্যানধারনাও উন্নত হচ্ছে। আমরা আশপাশ থেকে কিছুটা শিখছি। আমাদের দেশে য্টো বর্তমানে চালু আছে তা একেবারে জঘন্য থেকে জঘন্যতর। ছেলেরা যৌতুক নেয় এখানে।

কিন্তু পৃথিবীর প্রায় সব দেশেই উল্টোটা হয়। অর্থাত, ছেলেরা মেয়েদের যৌতুক দেয়। লন্ডনে আমাদের সিলেটি কইন্যদের দিকেই তাকান না। একজন কইন্যা সেখানে পাওয়া ভাগ্যের ব্যাপার। কত অর্থই না খরচ করতে হয় ছেলেপক্ষকে।

তা না হলে 'বিবাহ মিছা'। ছেলেরা যদি এই দেশে যৌতুক দিত, তবে দেশের অবস্থা অনেকাংশেই ভিন্নতর হতো। জনসংখ্যাও আমাদের এভাবে বাড়তো না। ছেলেরা আরও পরিশ্রমী হতো। ক্যারিয়ার সচেতন হতো।

বিয়ে করা এখন এখানে অনেক সহজ একটি কাজ। কোন কাজের না হলে ছেলের বাবারা বিয়ে করিয়ে দেয়। বেকার ছেলেটি কিছু যৌতুকও পায়। স্ত্রীর উপর নির্যাতনও চলে অনেক সময় বাড়তি যৌতুকের লোভে। ছেলেটি অকর্মণ্য হয়ে উঠে বা অপকর্মে লিপ্ত হয়...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.