আমাদের কথা খুঁজে নিন

   

সূর সম্রাঙ্গী লতা মুঙ্গেশকার এবং আমাদের 'ময়ূর পুচ্ছধারি কাক' গন !!



এই উপমহাদেশের সূর সম্রাঙ্গী লতা মঙ্গেশকার । সঙ্গীতের এক উচু উপত্যকায় তার অবস্থান । সেদিন হিন্দুস্থানী টিভি চ্যানেল ষ্টার প্লাসের একটি অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছিলেন লতা মুঙ্গেশকার । মঞ্চে ঢুকেই তিনি করোজোড়ে সবাইকে নমস্কার জানালেন। তারপর প্রতিযোগীদের জন্য ’ভগবানের’ কাছে কৃপা ভিক্ষা চাইলেন ।

এতে করে তিনি তার জাতিকে, তার ধর্মকে এবং তার দেশজ সংস্কৃতিকে মান্য করলেন এবং নিজে সম্মানীত হলেন । সম্মানিত করলেন তার দেশ-ধর্মকেও । একজন বিবেক সম্পন্ন ব্যক্তির এমনটাই স্বাভাবিক আচরন । সে দেশের প্রতিটি চ্যানেলে উপস্থাপক অনুষ্ঠান শুরু করেন ’নমস্কার’ জানিয়ে । আর ইতিও টানেন একই বাক্য উচ্চারণ করে ।

তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় অনুভুতিকে উপস্থাপন করেন অবলীলায় । এই করে তারা পুলকিত হন, গর্বিত হন । আর আমরা যেন ’ময়ূর পুচ্ছধারী কাক’ । নিজের ঐতিহ্য - ইতিহাস - ধর্মকে আড়াল করতে পারার মধ্যেই যেন যত বাহাদুরী। সালাম-কালামের পরিবর্তে আমাদের চ্যানেলের উপস্থাপকগন অনুষ্ঠান শুরু করেন শুভ-সকাল আর শুভ সন্ধ্যা দিয়ে ।

এদের মতে ’সালাম’ সাম্প্রদায়িক শব্দ, তাই পরিত্যাজ্য । লতা মুঙ্গেশকার ’নমস্কার’ জানিয়ে আর ভগবানের কৃপা প্রার্থনা করে তিনি তার জাতি-দেশের ধ্যান-ধারণার অবস্থানকেই উজ্জল করলেন । বিপরীতে আমরা আমাদের পরিচয় নিয়ে বরাবরই দ্বিধাগ্রস্ত । দ্বিধা যে কখনো কল্যাণকে উচ্চকিত করেনা এই বোধটি বাংলাদেশীদের মনে যত ত্বরিত জাগ্রত হবে ততই মঙ্গল । কারণ দ্বিধাগ্রস্ত জাতির ভবিষ্যত অনুজ্জল থাকাটাই স্বাভাবিক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।