আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোচ্চ গুরুত্ব জ্বালানী ও বিদ্যুতে

অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো এবং আবারও জ্বালানি ও বিদ্যুত্ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চূড়ান্ত করা হয়েছে আওয়ামী লীগ আগামী নির্বাচনী ইশতেহারের খসড়া।
জানা গেছে, কয়েকদিনের মধ্যেই এই ইশতেহার দলীয় প্রধান শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। এরপর ঠিক করা হবে নির্বাচনী স্লোগান। ইশতেহার প্রণয়নের সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইশতেহার তৈরির সঙ্গে জড়িতদের অন্যতম ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হচ্ছে। যে সব খাত সমাজে সুফল বয়ে আনবে সে সব খাতকে ইশতেহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মশিউর রহমান জানান, ‘কিছু দিনের মধ্যেই আমরা খসড়া পেশ করব। এরপর দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী দলীয় স্লোগান ঠিক করবেন।’ তবে কবে নাগাদ এ খসড়া পেশ করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।  

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.