আমাদের কথা খুঁজে নিন

   

যুগ্মসচিব পদে ৭০ পদোন্নতি

সরকারের শেষ সময়ে প্রশাসনে আরেক দফা পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপসচিব পদে ৭০ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়। তালিকায় দেখা যায়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১৯৮২ সালের স্পেশাল ব্যাচের রয়েছেন তিন জন, ৮৪ ব্যাচের ১৪ জন, ৮৫ ব্যাচের ২৪ জন, ৮৬ ব্যাচের ২০ জনসহ অন্যান্য ব্যাচ থেকে নয় জন রয়েছেন।

 

পদোন্নতি পেলেন যারা:

 

শেখ মোহাম্মদ রজব আলী, পরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড; মোঃ আবুল হাশেম পরিচালক, স্থানীয় সরকার, ঢাকা বিভাগ; মো. মোশাররফ হোসেন, ও এস ডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়; মোহাম্মদ ইব্রাহিম খলিল, ওএসডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. আব্দুল হক, সচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ; মোহাম্মদ শফিক উল্লাহ, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়; মো. আবুয়াল হোসেন, প্রকল্প পরিচালক, উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প, ঢাকা; মো. মিজানুর রহমান, উপপ্রকল্প পরিচালক, লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট; বিকাশ চন্দ্র সাহা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্যান্সডক, ঢাকা; মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক, খুলনা কারাগার নির্মাণ প্রকল্প; মো. আব্দুল মজিদ শাহ আকন্দ, উপসচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; জি এম মনসুর রহমান, উপসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; আবু সাদেক মোঃ আতাহার, পরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তর; মো. ওয়াসিম জব্বার, পরিচালক বিয়াম; মো. আজাহার আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী; ড. জাকিরুল ইসলাম, ওএসডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়; মোঃ ওমর ফারুক, উপসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত; মো. আমিনুল ইসলাম পরিচালক, বিনিয়োগ বোর্ড, ঢাকা; সোলতান আহমেদ, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মোঃ হারুন উজ-জামান ভূঞা, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়; মো. নূরুল আমিন, উপসচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ; মোঃ জবেদ আলী, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মোঃ মাসুম খান, উপসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; মোঃ রমজান আলী, সচিব, টিসিবি; মোঃ তসলীমুল ইসলাম, উপসচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; মো. জাহিদুর রহমান, উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ড. সৈয়দ অবু আসাদ, উপভূমি সংস্কার কমিশনার, ঢাকা; মোহাম্মদ নূরুল আমীন, পরিচালক, ডিএমআরডি; মোঃ মাসুক মিয়া, উপসচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মোঃ আব্দুল লতিফ, পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; প্রাণেশ রঞ্জন সূত্রধর, সচিব, হিন্দু কল্যাণ ট্রাস্ট; মো. আব্দুল হামিদ, উপসচিব, সড়ক বিভাগ; কাজী মোহাম্মদ শফিউল আলম, পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চট্টগ্রাম; মো. ফেরদৌস আলম, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; খন্দকার ফাতেমা বেগম, উপসচিব, সড়ক বিভাগ; মো. রবি-উর-রেজা সিদ্দকী, উপসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; মো. নাজমুল হক, উপসচিব, শিল্প মন্ত্রণালয়; মো. খলিলুর রহমান, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; কোং খাম নীলমনি সিংহ, উপপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর; সৈয়দা আনোয়ারা বেগম, উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ, ওএসডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. মফিদুল ইসলাম, পরিচালক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ; মো. মিজান উল আলম, প্রকল্প পরিচালক, স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প (২য় পর্যায়), ঢাকা; মো. আজিজুল আলম, উপসচিব, অর্থবিভাগ; প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ও এসডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়;  ফারুক আহমেদ ১ম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা; আলমগীর মুহঃ মনসুর উল আলম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর; মো. রাশেদুল ইসলাম, উপসচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ন্যস্ত; বেগম শামীমা হক, অতিরিক্ত পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; শাহ মোহাম্মদ ইমদাদুল হক, উপসচিব, রেলপথ মন্ত্রণালয়; মো. মনোয়ারুল ইসলাম  ও এস ডি (উপসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয়;  মো. গোলাম রব্বানী, দিয়ারা সেটেলমেন্ট অফিসার, ঢাকা; বেগম সেলিনা আক্তার, উপসচিব, অর্থবিভাগ; কে এম আব্দুস সালাম, পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো; সৈয়দা শাহানা বারী, উপসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; আনোয়ারা বেগম, প্রকল্প পরিচালক, ইকনোমিক অ্যামপাওয়ারমেন্ট অব ওমেন অন্টারপ্রিনিউওর প্রজেক্ট (২য় পর্যায়);  নাজমুল আহসান মজুমদার  পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; মো. মোস্তাফিজুর রহমান মৃধা, উপপরিচালক, বিআরটিএ; ডা. মোহাম্মদ ফজলুল হক, পরিচালক, বিনিয়োগ বোর্ড (ভূমি মন্ত্রণালয়ে ন্যস্তের আদেশাধীন); আব্দুর রহিম ভূইয়া, উপপ্রকল্প পরিচালক, একটি বাড়ি একটি খামার প্রকল্প; মো. আবদুল হাকিম মজুমদার, উপসচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; হিরন্ময় বাড়ৈ, ডেপুটি স্পিকারের একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়; সুশান্ত কুমার প্রামাণিক, উপসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; বেগম ফৌজিয়া নাহার ইসলাম, উপসচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়; মো. আব্দুর রৌফ, পরিচালক, পিসিএমইউ, ইসিআরআরপি প্রকল্প; মো. রফিকুল ইসলাম, পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়; ডা. এএমএম আনিসুল আউয়াল, পরিচালক, নিপোর্ট; মো. আব্দুল কাইয়ুম, উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত এবং শফিউদ্দিন আহমেদ, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ জুলাই প্রশাসনে সবচেয়ে বড় পদোন্নতি দেয়া। ওই সময় মোট ৩৪৫ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।