দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
ফুটপাতে ঢাকের বাজার ।
যে দিকেই তাকান শুধু ঢাক আর ঢাক । তবে বেশ দেখতে , রংচঙা , লেজওয়ালা , সাথে কানফাটা আওয়াজ । প্রতি বছর বসে পূজোর সময় বিশেষ করে শিয়ালদহ এবং কালিঘাট এলাকায় ।
তখন কলকাতায় ঢাকের চাহিদা বেশি । দূরদূরান্ত গ্রাম থেকে বেশি রোজগারের আশায় ঢাক কাধে চলে আসে কলকাতায় । সাথে উপরি পাওনা কলকাতা দেখার সুযোগ । ছোটরাও সুযোগ ছাড়তে নারাজ তাই বড়দের হাত ধরে চলে আসে তারাও । এক মাসের জন্য আস্তানা হয় কলকাতা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।