আমাদের কথা খুঁজে নিন

   

শব্দই তোমাদের শোনাবে;(উৎসর্গ কৌশিক)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

চুইয়ে চুইয়ে শব্দগুলো প্রবেশ করছে যেন দীর্ঘকালের বন্ধ দরজার উপর হাতুড়ির মৃদু আঘাত কখনো নিয়মিত কখনো দূরাগত বিচ্ছিন্ন সত্তার মত জানান দিচ্ছে তার উপস্থিতি কখনো কেবলই পুরোনো বন্ধুর মত পিঠের ওপর হাত বোলাচ্ছে আমি আশ্বস্ত হয়ে উঠছি, আমি সন্ত্রস্ত হয়ে উঠছি বহুদিন অসুস্থ থাকার পর আমি যেন চোখ মেলে তাকাচ্ছি ঐ তো রঙ্গীন ফুল, ঐ তো মেঘলা আকাশ এই তো বুকের ঘ্রাণ এই তো জলভরা স্নান বাক্যগুলো অযথাই বিরক্ত করছে ব্যাকরণগুলো শুধুই ক্লান্ত করছে শব্দগুলো পথ দেখাচ্ছে শব্দগুলো পথ ভোলাচ্ছে তোমরা অর্থের ফাঁদে পোড়না তোমরা অনর্থ খুঁজতে যেওনা যে যেখানে আছ চুপটি মেরে অপেক্ষা কর শব্দ শুনতে চেয়না শব্দই এখন তোমাদের শোনাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।