অনেক বছরের মত ভাবতে ভাবতে ঈদ চলে আসছে। কিন্তু এবারের ঈদটা অন্যরকম। অনেক বছর পর এবার যাচ্ছি বাবার বাড়িতে ঈদ করতে।
এতগুলো ঈদ করলাম শ্বশুরবাড়িতে। ঈদের চাদ উঠে সবাই আনন্দে ভেসে যায় আর আমার ভেসে যায় গাল চোখের পানিতে।
তখন চুপটি করে এসে নিজের রুমে বসে থাকতাম ।
বাসায় ফোন করলে দেখতাম আমার পরিবারের সবাই কাদছে, আমার বোনরা কাদছে। আমরা সব বোন একসাথে ঈদ করতাম, বিয়ের পর ছিটকে পড়লাম। বাবা মাকে বলতাম তোমাদের মেয়ে তো প্রথম না যে কিনা শ্বশুরবাড়ি ঈদ করছে অসংখ্য মেয়েই তাদের বাবার বাড়ি ছেড়ে ঈদ করছে।
অনেক অলিখিত নিয়মই তো এই সমাজে চালু হয়ে যায়, এই নিয়মটা হলে কি খুব বেশী অন্যায় হবে যে মেয়েরা একটি ঈদ করবে শ্বশুরবাড়ি একটি করবে বাবার বাড়ি।
আমার কথাই বলি যতবারই আমি ঈদ করতে যাব বলেছি তারা কি পরিমান যে খুশী হত আমি তা ফোনেই টের পেতাম।
যদিও কখনই আমার যাওয়া হয়ে উঠেনি কোন না কোন কারনে । আমার বাব মা যখন থাকবে না [তাদের আগে যেন আমি এই দুনিয়া থেকে চলে যাই] তখন আমরা কোথায় যাব কার কাছে যাব ঈদ করতে?
বাবার বাড়ি শব্দটাই যে ভুলে যেতে হবে! আমাদের যে একটি ভাইও নেই! ভাই থাকলে হয়ত বাবার বাড়ি শব্দটা জীবিত থাকত। আমার তো এখনই ভাবতে কষ্ট হয় কখনো না কখনো আমার বাবার বাড়ি যাওয়া হবেনা এবং গেলেও খুশি হওয়ার মত কেউ থাকবেনা।
আমার বাবা মার পুরো জগতটাই আমরা তিনটি বোন (প্রতিটি বাবা মাই এমন)।
আমার মাকে একবার বলেছিলাম; আমি আসলে তুমি এত খুশি হবে কিন্তু তুমি কি কখনো বিয়ের পর তোমার বাবার বাড়ি ঈদ করেছ? মাও কখনও তার বাবার বাড়িতে ঈদ করেন নি।
তাই আমি এবার ভেবেছি যদি আমার যাওয়া হয় তাহলে ঈদটা আমি করব আমরা সবাই মিলে নানুর বাড়ি। আমাদের বাড়ি আর নানুর বাড়ি খুব কাছাকাছি। মামা, খালামনিদের সবাইকে বলে দিয়েছি যে আমরা সবাই এবার এক সাথে ঈদ করব তোমরাও আসো। (সবাই যাবে মাঝে আমারই যাওয়া হবেনা মন বলছে)।
কারন এমনটিই হয়ে আসছে।
তবে এবার আমার খুব বেশী খারাপ লাগবেনা। এবার আমরা হারিয়েছি অনেক ।
ছোট ছোট কষ্ট গুলো হাওয়ায় উড়ে যাবে।
কত কত মানুষযে স্বজন হারা সন্তান হারা সন্তান, মাহারা সারা জীবনের জন্য তারা হারিয়ে ফেলল তাদের প্রিয়জনদের।
আমি তো ভাবতেই পারিনা আমার প্রিয় মানুষগুলো কখনও....। যদিও আমার ভাবা না ভাবাতে কিছু যায় আসে না যখন হারিয়ে যাবে আমার সেই সাধ্য নেই তাদের ধরে রাখার। (শুধু আল্লাহর কাছে এই প্রার্থনা আমার প্রিয় মানুষগুলোর কিছু হওয়ার আগে যেন আমি চলে যাই দুনিয়া থেকে)। ....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।