আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ৫এস ও ৫সি আনল অ্যাপল

যুক্তরাষ্ট্রের কুপারটিনো শহরে ১০ সেপ্টেম্বর আইফোন ৫এস ও ৫সি নামের দুটি মডেলের আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১২ সালে বাজারে আসা আইফোন ৫ এর সঙ্গে নতুন মডেলের স্মার্টফোনগুলোর সামান্য কিছু পার্থক্য রয়েছে।
আইফোন ৫সি মডেলটি তুলনামূলক সাশ্রয়ী দামে বিক্রি করবে অ্যাপল। ভারত ও চীনের বাজারে আইফোনের জনপ্রিয়তা বাড়াতে এ মডেলটি তৈরি করেছে।


আইফোন ৫এস হচ্ছে, আইফোন ৫ এর পরবর্তী উন্নত সংস্করণ। সোনালী, সাদা ও কালো এ তিনটি রঙে বাজারে পাওয়া যাবে আইফোন ৫এস। আইফোন ৫সির পেছনের অংশ শক্ত প্লাস্টিকের তৈরি হবে আর তা বাজারে আসবে পাঁচটি আলাদা রঙে।
আইফোন ৫ এস
অ্যালুমিনিয়ামের কাঠামোর আইফোন ৫এসে থাকছে দ্রুতগতির এ৭ প্রসেসর। অ্যাপলের দাবি, এ প্রসেসর দ্রুতগতিতে অ্যাপ্লিকেশন চালানো ও গ্রাফিকস সংক্রান্ত কাজে সুবিধা দেবে।

আইফোনের এ সংস্করণটিতে ডুয়াল এলইডি ফ্ল্যাশযুক্ত আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ব্যবহূত ক্যামেরা সেন্সরটি আইফোন ৫এর তুলনায় ১৫ শতাংশ বড়। আইওএস ৭ অপারেটিং সিস্টেমনির্ভর আইফোন ৫এস থ্রিজি নেটওয়ার্কে ১০ ঘণ্টা টক টাইম সুবিধা দিতে সক্ষম হবে। এতে যুক্ত হয়েছে টাচ আইডি সেন্সর যা ফিংগার-প্রিন্ট শনাক্ত করতে পারে। ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার আইফোন ৫এস মডেলের দাম হবে ৬৪৯ মার্কিন ডলার।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.