তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
তোমাকে নিয়ে সব সময়ই ভয়ে ভয়ে থাকতাম আমি;
'গরীবের বউ সবার ভাবী' এই ভয়ে তাই
বুকের খাচার ভেতর ঢেকে রেখেছিলাম তোমাকে।
কিন্তু, ধনী সওদাগর প্রভাবশালী মাতব্বরের সহযোগীতায়
বুকের খাচাটিকে নিলামে তুলে
একদিন ঠিকই তোমাকে তুলে নিল তার ঘরে।
ক্রমান্বয়ে, পৃথিবীর সমস্ত গরীবের বউয়েরা এখন নিলামে
পৃথিবীর সমস্ত গরীবের বউয়েরা এখন ধনী সওদাগরের ঘরে,
আর সেই লজ্জায়-
আমি এখন বুকের খাচাটিকে কালো কাপড় দিয়ে ঢাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।