আমাদের কথা খুঁজে নিন

   

হা মোর কপাল!

সুখীমানুষ

সে হেটে চলে যায়, দূর হতে চেয়ে থাকি ভাল লাগে; সে ঝনঝনিয়ে হাসে, দেহ-লতা যায় বাকি ভাল লাগে। সে কথা কয়, দোলায় মাথা, হাত নাড়ে ভাল লাগে; সে শেষ বিকেলের লুপ্ত রুদে দাড়ায় ঝিলের পাড়ে ভাল লাগে। সে গুনগুনিয়ে গায়, আনমনে হাসে ভাল লাগে; সে সবার সনে খুব সহজেই মিশে ভাল লাগে। সে বাতায়নে দূরে চেয়ে রয়, মুকূরে মুখ দেখে ভাল লাগে; সে ব্যাস্ত হয়ে ছুটে, গায়ে কি জানি সুরভী মাখে ভাল লাগে। সে এলো চুলে থাকে, মুখ ঘুরে থুথু ফেলে ভাল লাগে; সে জানেনা কোন কাজ, মাটিতে বসে পা দু’খানি মেলে ভাল লাগে। সে যা যেমনি ই করে ভাল লাগে, আহরে বড় বেশী ভাল লাগে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।