ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে । রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
আমি কোনও সম্পূর্ন মানুষ নই,
জাত,বিজাত বিভিন্নতা,অন্ধকারের জিহবা বের করা কুতসিত মুখ!
সবকিছুই বহুমাত্রিক জন্জাল হয়ে ক্রমাগত ধাক্কায় ব্যাস্ত,
ধমনীর কোমলতর কপাটিকা,কপাটিকাগুলোতে।
(বহুবচনই আবশ্যক!)
সিগারেটের গাঢ় ধোয়ার বসতি আমার অক্ষম ফুসফুস।
জৈবনিক বিশ্বাসগুলো ফ্লাশড,উচ্চবিত্তের হাইকোমোডে।
কিন্তু কবিতাটি হতাশার নাড়ীভুড়ি,নোংরা হবার কথা ছিল না।
এখনও তো,
সামুদ্রিক নোনতা নীলের সব লবন,খোজে পুনর্বাসন।
আমি তো ভাসি,ডুবি,সলিল সমাধি,পুনর্জন্ম,ভালোবাসায়।
এখনও তো,
ভালবাসি,
হৃদপিন্ড খোদাই হয়ে গেল ছেনি হাতুড়ি,ড্রিল মেশিননে,
ভালোবাসি,চাই তোমাকে।
ভালোবাসাকে আমি বলেছি ৬ টি মিথ্যা কথা।
অসংখ্য হৃদপিন্ড,আখ মাড়াই মেশিনে চিপে বের করা সত্য
৬ টি মিথ্যায়,
সদ্যজাত শালদুধে,হাইওয়েবাসী দশটনী ট্রাক ভর্তি তেঁতুল।
অনেক বিশ্রী টক তেঁতুল।
কবিতাকে ছুড়ে ফেলি কর্পোরেশনের সুগন্ধী আবর্জনাবাহী ট্রাকের
সর্বোচ্চ স্তরে,
ঢাকা মেডিক্যালের তথাকথিত ডিসপজিবল সিরিন্জ
এবং একগাদা নষ্ট রাজনৈতিক থুতুর ঠিক মাঝখানে।
তুমি কি বোঝো আমায়?
তুমি কি শব্দ শোনো?
আমি কোনও সম্পূর্ন মানুষ নই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।