সুখীমানুষ
যতই দূরে দূরো না তুমি
যতই নিজেরে আড়াল রাখো
কাব্য করে নয় সত্যি বলিছি নাথ
এ বুকের কেন্দ্রে তুমি থাকো।।
কবির কবিতা শুধু কাব্য ভাবিয়া
হেসেছে, কেঁদেছে সবে,
কবিওযে মানুষ! তার আকূলতা
হায় বুঝবে বলো কে কবে।।
কবিরে বরে লয়ে মিলন স্বর্গ আঁকো।ঐ
কি সুখ পাও বলো কবির সনে ছল করি
শুধু দূরে দূরে রহি,
কিবা এমন তি, দোহে যদি হাতে হাতে ধরি
বিজনে বসি যদি দুটি মনের কথা বলি।।
মোর মত এত ভাল প্রিয়ারে কেউ বাসবে নাকো।ঐ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।