ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
মাহী-আমার চাচার ছেলে। বয়স সবে চার-এ পড়েছে। কী যে মায়াকাড়া!আর এক একটা কথা যে বলে. . . . .শুনে মাঝে মাঝে হাসবো না কাঁদবো-বুঝতে পারি না!!
এবার কিছুদিন আগে আব্বু গ্রামে দাদাবাড়িতে গেছেন। মাহী ছিল বগুড়া শহরে-ওর নানাবাড়িতে। আব্বু যাবে শুনে ভেবেছে আমিও যাবো।
তাই সে লাফাতে লাফাতে নানাবাড়ি থেকে চলে এসেছে। এসে দ্যাখে,আমি নাই। ওর তো মেজাজ খারাপ হয়ে গেছে।
তো ওর মন ভালো করার জন্য আমাদের ড্রাইভার ভাইয়া ওকে বললেন,চলো মাহীবাবু, একটু হাঁটাহাঁটি করে আসি। মাহী তাড়াতাড়ি ওর জুতো পরে এলো।
ওর জুতোটা আবার সাইজে একটু বড় ছিল। যে-ই ও হাঁটতে যায় আর অমনি ফস্ করে পা বেরিয়ে যায়।
একবার. . .দু’বার. . .তিনবার . . .কাঁহাতক আর সহ্য হয়???
মাহী শেষে চরম বিরক্ত হয়ে বলে উঠল-
'' উফ্!! কী যে জ্বালা!! জুতোটা কি রান্না করে খেয়েই ফেলি???!!!''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।