আমাদের কথা খুঁজে নিন

   

গলফ ক্লাব (ভদ্রমহোদয়গণ! আসুন, সোহরাওয়ার্দী উদ্যানের মত বুঁড়িগঙ্গা নদীটিকেও গলফ খেলার পার্কে রূপান্তর করে তা কতিপয়তন্ত্রবাদীদের মুখ-দর্শনের সালামী বাবদ প্রদান করি)।

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

নদীর মত বিস্তৃত হওয়ার স্বপ্ন দেখতে সে; দেশের কর্তব্যক্তিরা সবসময় তাঁকে নিয়ে থাকত মহাঝামেলায়, একেতো দেশে তখন দেশে তখন জায়গার বড় অভাব তারপরেও যতটুকু ছিল তাও বরাদ্ধ ছিল- কতিপয়তন্ত্রবাদীদের গলফ খেলার পার্ক, সমরাস্ত্র প্রদর্শনী আর সামরিক বাহিনীর প্রশিক্ষণ ময়দানের জন্য; নদীকে জায়গা করে দেবার চিন্তা করাও ছিল বাহুল্যতা মাত্র। তারপরঃ সময়ের পরিক্রমায়- কোনো একসময়ে মরা স্বপ্নকে বুকে নিয়ে সেও মরল; নদীর পরিবর্তে তার মিলল কেবল অন্ধকার মাটির নিভৃত গহবরে সাড়ে তিনহাত জায়গা, এমনি করে কোনো একদিন হয়ত বুঁড়িগঙ্গারও মিলবে কেবল সাড়ে তিনহাত জায়গা- কতিয়তন্ত্রবাদীদের গলফ খেলার পার্ককে জায়গা করে দিতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।