আমাদের কথা খুঁজে নিন

   

জেইম বা পিগিন (এক মেসেঞ্জারে একাধিক আইএম এর একাধিক একাউন্ট এক সাথে)

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

Pidgin বা পিজিন হল উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক একটি মেসেঞ্জার। এটি দিয়ে এক সাথে একাধিক তাৎক্ষনিক বার্তার নেটওয়ার্কের একাধিক একাউন্টে এক সাথে লগইন করা যায়। বিশেষ করে যারা লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের কাছে এটা খুবই পরিচিত। একটা সফট্যয়ার ইনস্টল করেই এক সাথে ইয়াহু, গুগল(জিটক), এম এস এন ইত্যাদিতে চ্যাট করা যায়।

পিজিন মূলত জেইম বা GAIM নামে পরিচিত। মূলত লিনাক্সের জন্য তৈরি হলেও এটার উইন্ডোজ ভার্সন পাওয়া যায়। হয়তো ইয়াহু মেসেঞ্জারের মতো সব সুবিধা না থাকলেও পিজিন অনেক লাইট ওয়েটেড ও কম ব্যন্ড উইডে বেশ ভালো চলে। আর নিয়মিত আপডেট হয় বলে বাগগুলো কিছু দিন পর পর ফিক্স করা করা হয়। পিজিনের সাথে বেশ কিছু প্লাগইন থাকে।

সেই সাথে আরো অনেক প্লাগইন পাওয়া যায় যা ইনস্টল করে নিলে আরো বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। পিজিনে এখনো ভিডিও চ্যাট সাপোর্ট করে না। তবে হয়তো একদিন এই সুবিধাও চলে আসবে। এখন পিজিনের কিছু ফিচার ও ডাউনলোড লিঙ্ক দেখিঃ যেসকল প্রটোকল সাপোর্ট করেঃ AIM, ICQ, Jabber/XMPP, MSN Messenger, Yahoo!, Bonjour, Gadu-Gadu, IRC, Novell GroupWise Messenger, QQ, Lotus Sametime, SILC, SIMPLE, MySpaceIM, and Zephyr. প্লাট ফর্মঃ Windows, Linux, BSD, and other Unixes. OS X এর জন্য পিজিনের মতো একটা মেসেঞ্জার আছে নাম। অডিয়াম. পিজিনের ডেভেলপার সাইট এখানে ডাউনলোড করুনঃ উইন্ডোজ ভার্সন ফেডোরা ৪,৫,৬ এর জন্য এই ফাইলটা ডাউনলোড করুন।

এরপর /etc/yum.repos.d/ ডিরেক্টরিতে সেইভ করুন। এরপর টার্মিনাল থেকে "yum install pidgin" এই কমান্ডটি দিন। ফেডোরা ৭ এর জন্য এখনো বাইনারি ফাইল আসে নাই। আর তাছাড়া আপনি সোর্স কোড থেকেও কম্পাইল করে নিতে পারেন সহজে। রেড হ্যাটের জন্য এই লিঙ্ক অনুসরণ করুন।

পিজিন প্লাগইন প্যাকঃ এই লিংক থেকে পিজিনের জন্য অসংখ্য প্লাগইন পাবেন যা ইনস্টল করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। এখান থেকে ডাউনলোড করে নিন আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের জন্য প্লাগইন। পিজিন সম্পর্কিত সব নতুন তথ্য জানার জন্য এখানে দেখুন। আর পিজিনের লিড ডেভেলপার Sean Egan এর ব্লগ দেখুন এখান থেকে। কিভাবে জেইম বা পিজিনে ইয়াহু ও গুগল টক ব্যবহার করবেন তা নিচে দেওয়া হলোঃ For Yahoo: ============ Protocol :yahoo Screen Name:user name without "@yahoo.com" Password :yahoo maill account password Local Alias: Ur name or nick Yahoo Options 1.Uncheck Yahoo Japan if u r a bd ppl 2. Keep unchanged except (if u r from bd) Japan page server:cs.yahoo.co.sg Japan file transfer server:filetransfer.msg.yahoo.co.sg 3. Proxy as given by ISP For Gmail: ========= protocol:Jabbar Screen Name:Username without "@gaim.com" Server:gmail.com Resource:Gaim Password:Gmail accout password Jabbar Options: [0]Force Ols SSL [0]Allow Plaintext Auth over unencrypted streams Port:5223 Connect server:talk.google.com PRoxy as given by ur isp


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।