কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড কখনও বিযুক্ত অশ্রুপাত, কখনও সদাসত্য ভালোবাসা এর থেকে মানবিক কিছু তো নেই আমার, তোমাদের দেবার হে অনামিকাসকল, হে ছায়াবোনেরা!! অথবা দিতে পারি আমার শরীর থেকে পৌরুষ নামের উৎকট এক বিগ্রহের নতজানু বিলাপ! শুদ্ধতার শুভ্রতা আমি তুষারপাতে খুঁজেছি অনেক, তোমাদের আয়ূরেখার বিয়োগফল আমার যৌবনে শুকর চরায়। ভাবছি এভাবেই নষ্টপ্রলাপে ঢেকে ফেলবো শ্বাপদনখরের প্রতিটি ট্রেইল; চাবুকময় রক্তই হবে প্রতিবাদের সবচেয়ে প্রতিফলিত গণছবি! তোমরা যদি জাতিস্বর হও কখনও, দেখো বিষ্ময় নিয়ে কতটা আবেগে আমরা মৃত্যুচিঠি লিখেছি, মগজে বেয়ানট খুঁচিয়ে তোমাদের থেকেও ঢেড় যন্ত্রনায় চিরয়িত হাবিয়ার বাসিন্দা করেছি তাদের। তারপর সেই বিবেকময় আলোকিত উদ্যানে তোমাদের মর্মর সৌধে শুধুই নীলকন্ঠপাখি এক গাইবে সমুদয় মানুষের গান; জীবনের থেকে মহত্তম যে অন্তঃআত্মা সেখানেই শুধু পৌরুষ নেই অতপরঃ আমি দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, প্রতাশায়, বিম্বিত শব্দমালা বপন করে চলেছি। ফুটনোটঃ উৎসর্গ প্রিয় ব্লগার ফারাহ দিবা জামান; যার 'আমি কিভাবে টুকরো টুকরো তোমাকে জোড়া দিয়েছি, আমি নিজেও জানি না।খুব কি কষ্ট হয়েছিল ছায়া...গাঢ় অন্ধকারে তুমি কাকে ডাকছিলে... সেখানে কোন মানুষ ছিলো না ছায়া!' লেখাটির অনুপ্রেরণায় এই কবিতার মত পাতানো অক্ষরবিন্যাস।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।