কি অসম্ভব ধৈর্য তোমার
আদি থেকে অন্তে
নির্লিপ্ত দৃষ্টিতে
তাকেও যোগাও আহার...
তুমি নেই বলে বলে যারা করে চিতকার।
অনস্তিত্ব সেই অস্তিত্ব
পিতার বীর্য কোটি কণা থেকে বিকশিত এক অনু..
তুমি বলেছ সুন্দর:
তুমিই গঠন কর মাতৃগর্ভে..
জমাট রক্তপিন্ড থেকে অত:পর হাড়
মাংস..ধীরে ধীরে পূর্ণতর অবয়ব,
শৈশবের অসহায় অবস্থা থেকে দাড় করাও
যৌবনের পুষ্টতায়...
দাড়িয়েই করে চিতকার...
কেউ নেই বলে...
মোহের অন্ধ গগলস্ স্থানুর মতো
এক বৃত্তে বৃত্তাবদ্ধ করে দেয়..
ভুলে যায় তার স্বল্প অস্তিত্বের অস্তিত্ব ক্ষনায়ু
বার্ধক্য যতক্ষন না ছুয়ে দেয় অসহায়ত্বে
অবলম্বনহীন নিশ্চিত মৃত্যুভয়
ভুলিয়ে দেয় যৌবনের মূর্খতাকে।
তবুও তুমি ইয়া সাবুরু...
তার শেষ মুহুর্তেও অপেক্ষায় থাকো..
তারই মুক্তির তরে..
হে প্রভু..
আনত শিরে তোমায় জানাই
তুমি ক্ষমা করো..
আমায়...বিশ্বাসী সবাইকে..
তাদেরও যারা আছে অজ্ঞানতার অন্ধকারে..
জ্ঞান আর আধুনিকতার নামে..
আইয়ামে জাহেলিয়াত যাদের করেছে অবরুদ্ধ।
নিশ্চয় তুমি ক্ষমাকারী মহান পরম দয়ালূ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।