আমাদের কথা খুঁজে নিন

   

তামাকবিরোধী প্রতিবেদন: পাঁচ সাংবাদিককে পুরস্কৃত

এই পাঁচ সাংবাদিক হলেন ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আরশিনগরের স্টাফ রিপোর্টার ইমাম মেহেদী, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের স্টাফ করেসপন্ডেন্ট ফয়সাল মাহমুদ, ‘অন-লাইন বাংলা’ ক্যাটাগরিতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন, ‘টেলিভিশন’ ক্যাটাগরিতে চ্যানেল ২৪ এর স্পেশাল করেসপন্ডেন্ট মহসিনুল হাকিম এবং ‘রেডিও’ ক্যাটাগরিতে এবিসি রেডিওর সিনিয়র করেসপন্ডেন্ট আমিন আল রশীদ।
বুধবার রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ দেয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে তথ্যমন্ত্রী বলেন, “তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে আগে সরকার উদাসিন থাকলেও ইদানিং সচেতন হয়েছে। এরপরও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার প্রয়োজন।


তামাক আইন ভঙ্গকারীদের বিষয়েও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।
“যারা যত্রতত্র ধূমপান করে আইন ভাঙে তাদের ধরিয়ে দিন। অনেক মন্ত্রীকে আমি দেখেছি বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয়ে ধূমপান করতে। তাদের বিষয়ে আপনারা লিখুন। ”
সিগারেটের সর্বনিম্ন দাম বাড়ানোর জন্যও সরকারকে তাগিদ দেন তিনি।


মন্ত্রী বলেন, এমন আইন করতে হবে, যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ ধূমপান করতে না পারে। অভিভাবকরাও যেন সন্তানদের সামনে ধূমপান না করেন সেজন্য কঠোর হতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) আহ্বায়ক রুহুল আমিন রুশদী।
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।