শোন ওগো চাঁদের নাও,
কার সওদা নিয়ে তুমি
কোনবা দেশে যাও,
তোমার নায়ের সারেঙ হব
আমায় সংগে নাও।
অংগ ভরা জোছনা তোমার
সোনার কারুকাজ,
আরও আছে হীরা-পান্না
গোলাপ-গন্ধরাজ।
তোমার সুবাস মানিক রতন
সবাই পেতে চায়,
আমার শোন তোমায় পাবার
অন্য অভিপ্রায়।
তোমার রূপের প্রসাদ চাই না
চাই না শ্রমের দাম,
তোমার নায়ের সারেঙ হব
কিনতেও নয় নাম।
তোমার নায়ে ভেসে আমি
খুঁজব কিছু মুখ,
লক্ষ যোজন দূরে তবুও
সংগে-থাকার সুখ।
দোহাই ওগো চাঁদের নাও,
তোমার নায়ের সারেঙ করে
সংগে আমায় নাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।