আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বাঁচানো গেলোনা শ্রাবণীকে...

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

ব্লগে শ্রাবনীর জন্যে সাহায্য চেয়েছিলাম আমি। কিন্তু সব সাহায্যের উর্ধ্বে এখন শ্রাবনী। মৃত্যু নামের কঠিন বাস্তবতার আলিঙ্গন থেকে শ্রাবনীকে শেষ পর্যন্ত বাঁচানো গেলোনা। দৈনিক মানবজমিন-এর সাংবাদিক,তরুন কবি সৌমিত্র দেবের স্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি শ্রাবণী সেন শাওন মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন জটিল হেপাটাইটিস রোগে ভোগার পর গতকাল ভোর চারটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুবরণ করেন।

কতই বা বয়স হয়েছিল শ্রাবনীর! মাত্র ২৬ বসন্ত ছুয়ে ছিলো তার কমল মন। পৃথিবীর আলো বাতাস, সংসার সন্তান, দাম্পত্য সুখ কোন কিছুই তাকে আর পিছু টানবেনা এখন। দেখার ছিলো তার অনেক কিছুই....। শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন শ্রাবনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন।

এমন মেধাবী ছাত্রী সংস্কৃতিমনা এই মানুষটাকে আর বৌদি বলে ডাকতে পারবনা! মনে হলে বুকটা ব্যাথায় ভরে উঠে....। আসুন তার জন্যে বিধাতার কাছে প্রার্থনা করি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।