www.cameraman-blog.com/
গতকাল চকবাজার যাচ্ছিলাম শাহবাগ হয়ে। রিক্সা নিয়েছি জাদূঘরের সামনে থেকে। প্রথমে খূব একটা খেয়াল করিনি। হঠাত সামনে তাকাতেই - আরে আমার রিকশাওয়ালা তো রীতিমতো ওয়েষ্টার্ন পাংক। মাথায় কাউবয় হ্যাট, শার্টের হাতা দু'টো নাই আর লম্বা চুল পনিটেইলের আদলে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা।
চকে রিক্সা থেকে নামার পর দেখলাম মূখভর্তি দাড়িও আছে।
- আপনাকে এই বেশের বুদ্ধি কে দিল ?
- আমি নিজেই করছি। এই টুপিডা কিনছি ১০০ টাকা দিয়া। আর শার্ট কিন্যা হাতা ছিড়া ফালাইছি।
- মেয়েদের মতো চুল বাঁধছেন কেন ?
- ছারে কি ব্যাডাছেলেগো চুল বানতে দ্যাখেন নাই ? আমিও বানলাম আর কি।
বানলে রিশকা চালাইতে সুবিদা হয়, চুল উড়ে না।
- আপনার নাম কি ?
- নাসির।
- আপনার একটা ছবি তুলি ?
- হ, হ তুলেন। আমার মতো আর একটাও রিশকাওয়ালা পাইবেন না এই ঢাহা শহরে।
আমার পাংক রিকশাওয়ালার সহাস্য জবাব।
আমি ছবি তুললাম, এবার আপনারা দেখূন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।