আমাদের কথা খুঁজে নিন

   

পরলোকে অবিশ্বাসী ছদ্মবেশী নিন্দুকদের গল্প এবং একটি সতর্কীকরণ

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ব্লগের ছদ্মবেশীরা যারা স্বীয় পরিচয় গোপন করে বিভিন্ন নিকে বিচরণ করেন তারা দুটি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী সাধু কিংবা লাজুক এবং দ্বিতীয় শ্রেণী ভন্ড কিংবা কাপুরুষ। কতিপয় অবিশ্বাসী ও সংশয়বাদী ব্লগার আমার বিগত কয়েকটি পোস্টে যা যোগ্যতা দেখিয়েছেন অনায়াসে বলা যায় তারা দ্বিতীয় শ্রেণীভুক্ত। এই দ্বিতীয় শ্রেণীর ব্লগাররা আমার 'সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসীরা বোকা' ও 'সৃষ্টিকর্তার অস্তিত্বে সংশয়বাদীরা দুর্ভাগা'- দৃপ্ত ঘোষণাদ্বয়ে রুষ্ট হয়ে পর্দার আড়াল হতে পর্দাসমেত ঝাপিয়ে পড়েন। কিন্তু আমি আত্তরক্ষার্থে পিছিয়ে যায়নি কিংবা আক্রমণে উদ্যত হয়নি।

আমার অবস্থান ছিল অবিচল। তবে তাদের চোখ মোটা পর্দায় আবৃত থাকার দরুন সম্মিলিত মনোষ্কামনাপূর্ণ হয়নি। শূন্যেই তারা হস্ত-পদ চতুষ্টয় সঞ্চাচল করতে থাকে! দয়াপরবশ হয়ে আমি নিজেই তাদের চোখ আলোয় অনাবৃত করতে চেষ্টা করি। কিন্তু আমার 'অপ্রিয়' বাণী বিষ হয়ে তাদের মনে রোষের সঞ্চার করে। এই হিংসুক ব্যক্তিদের প্রশ্নের সন্তোষজনক উওর দেয়ার পরও তারা তৃপ্ত হয় না বরং তাদের হিংসাই বাড়ে।

সুতরাং আমাকে নীরব থাকতে হয়। ফলে হিংসুটে লোক তার মনের হিংসায় নিজেই দগ্ধ হয়। স্বভাবমত এই হিংসুক ও বিরুদ্ধবাদীরা যখন তাদের সম্মুখে কোন রাস্তা খুঁজে পায় না তখন তারা গালাগাল শরু করে এবং জঘণ্য অপপ্রচারে লিপ্ত হয়। দুঃখের সঙ্গে আবিষ্কার করলাম নাস্তিকেরা কতটা বেয়াদব হতে পারে! রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, "কোথাকার গন্ডমূর্খ পাষন্ড নাস্তিক"! সতর্কীকরণ: বোকা অজ্ঞতার ভিত্তিতে তর্ক করে। সচেতন ব্যক্তি তা জানেন বলে তার কুরুচিপূর্ণ সমালোচনায় তিনি কান দেন না।

সুতরাং আপনিও এদের এড়িয়ে চলবেন এবং এদের সাথে কখনও তর্কে লিপ্ত হবেন না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।