জীবনটা যদি স্বপ্ন হত, স্বপ্নভঙ্গ মানেই মৃত্যু । মন্দ হত না !!!! যখন ই কেউ একজন "নারী অধিকার" এর কথা বলে ওঠে তখন ই সঙ্গে সঙ্গে কয়েকজন থামিয়ে দিয়ে তাকে তসলিমা নাসরিন উপাধি দিয়ে দেয় । আবার যখন ইভ টিজিং বা ধর্ষণের বিষয়ে কথা ওঠে তখন অকপটে খাটো পোশাক বা ভুল মানসিকতার দোষ দিয়ে আমরা দায়মুক্ত হতে চাই ।
আসলে এ ব্যাপারে আমি কিছু বলতে চাই, আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা এবং চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে ।
প্রথমেই বলি সকালে উঠে পাবলিক বাসে করে মেয়েদের স্কুল - কলেজ - ইউনিভার্সিটি যাওয়া ।
বাসের প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে ছেলেমেয়েরা গায়ের সঙ্গে গা লাগিয়ে দাড়িয়ে থাকে । এর মাঝে অনেক সুবিধাবাদী ছেলেরা তাদের নিত্ত- নৈমিত্তিক কাজ যেমন ধাক্কা দেয়া, পিঠে হাত দেয়া এগুলো বীর দর্পে করে থাকে । সম্প্রতি দেখা যাচ্ছে বাসের সামনের সারিতে মেয়েদের জন্য সং রক্ষিত ৯ টি আসনে ছেলেদের প্রতিযোগিতা করে বসার দৃশ্য । আমি একদিন সন্ধ্যায় বাসায় ফেরার জন্য অনেক ক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম । রাস্তায় বাস কম ছিলনা কিন্তু আসন ভর্তি ছিল ।
আমি যখন অপেক্ষা করতে করতে বিরক্ত, ভাবলাম সামনের নির্ধারিত আসন আমাদের জন্য, নিজের অধিকার টা বুঝে নেব । পরবর্তী বাস আসার সঙ্গে সঙ্গে আমি ওঠার মনস্থির করে ফেললাম । এবার বাসের কাছে যেতেই বাসের হেল্পার আমাকে বলল, আপা সিট নাই ।
আমি বললাম, সিট ঠিক ই আছে কিন্তু বসিয়েছেন ছেলেদের । উনি আমাকে পাল্টা জবাবে বললেন, "আপনারা কি ছেলেদের সিটে বসেন না ?" আমি অপ্রত্যশিত জবাবে খানিকটা বিব্রত হয়ে পড়েছিলাম ।
সঙ্গে সঙ্গে জানালা দিয়ে মুখ বের করে একজন পুরুষ যাত্রী বললেন, আপনারাসবখানে সম অধিকার প্রতিষ্ঠার জন্য চিল্লাপাল্লা করেন আর বাসে আসলে সং রক্ষিত সিটের জন্য আন্দলন করেন, তাইনা ? এবার আমি পুরোটাই নিথর হয়ে গেলাম । আমি সেখানে জবাব টা ঠিক ই দিতে পারতাম কিন্তু সেটা আমার বিতর্ক প্রতিযোগিতার মঞ্চ ছিলনা যে সমবয়সীরা অবুঝ হলে বুঝিয়ে দেব । আমি ভাবছিলাম, মধ্যবয়সী যেই ভদ্রলোকটা আমাকে কোণঠাসা করতে চাইছিলেন তার মা কিংবা বউ যদি বাসের ছাদে হাত দিয়ে ঝুলতে ঝুলতে যেতেন- তখন উনি কি করতেন ? এরকম বয়সী একজন মানুষের যদি এমন হাল্কা চিন্তা ভাবনা হয় তাহলে আমার কিছু বলার রুচিও নেই, আমি কিছু না বলে চুপচাপ রাস্তার পাশে এসে আবার অপেক্ষা করতে লাগলাম । সেদিন আমি অনেক ভিড়ের মাঝে দাড়িয়ে ই বাসায় ফিরেছিলাম
এই ঘটনার উল্টা ঘটনা ও আমি দেখেছি ।
বাসে মাঝে মাঝে কিছু ছেলে নিজেদের সিট ছেড়ে দেয় মেয়েদের জন্য, প্রতিদানে তারা একটা ধন্যবাদ পর্যন্ত পায়না ।
বরং মেয়েরা মনে করে ছেলেরা সিট ছেড়ে দাঁড়াবে এটা তাদের অধিকার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।