আমাদের কথা খুঁজে নিন

   

কলাবতী, তুমি কি আছো সুখে?

অসুর পাঠ করছে নন্দনত্ত্ব। অসুর অসুরই। কবি চোখ পাবে কোথায় ! গঙ্গা ফড়িং প্রজাপতি নয়; খাদ্য-খাদক প্রেম ওর গোলাপের সাথে। কীট কি কাটছে আজ গোলাপ পাপড়ি ! বেশ তো ছিল জোড়া পাখি। তানসেন আর কলাবতী।

জ্যোছনা নদীতে তুলতো ঢেউ। শীষ দিয়ে পৌঁছে যেত আনন্দমার্গে। তানসেন সুরে প্রফুল্ল চিত্ত, ভরতনাট্যমে নেচে নেচে ঝরাতো ওরা প্রেম ঝলক। আচমকা কেটে যায় সুর। অসুর পাঠায় নীলবার্তা।

কর্পোরেটে বসতি লক্ষ্ণী । মোহাবিষ্ট কলাবতী চোখ ধাঁধানো মোড়কে সহসা উধাও। কর্পোরেট কি গিলে খাবে কলাবতীর কলা ! বেলাভূমে নিঃসঙ্গ তানসেন। মূর্ছা যাওয়া বেহালা কাঁদে। কাঁদে নদী, বৃষ্টি হয়ে ঝরায় শোক।

ভিজে দুই তীর। সাথীহারা পাখি কি করে থাকে ! কলাবতী, তুমি কি আছো সুখে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।