"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
শাওনকে আমি চিনতাম? চোখে দেখিনি, কণ্ঠশুনে অল্প অল্প ভালোবেসেছি। আমার মতো অখ্যাত কবির কবিতা না কি তার দারুণ প্রিয়। সৌমিত্র কিবতায় বাঁচে। তাই কবিতার সাথে সংসার করবে বলে শ্রাবণী সেন শাওন আমাদের মতো বিত্তহীন কবিদের একজন সৌমিত্রকেই জীবন সঙ্গী করেছে।
মিত্র কিছুদিন আগে বলেছিলো শাওনকে সিলেটে রেখে এসছে, জন্ডিস।
তারপর এই খবর?
শ্রাবণী সেন শাওন স্কয়ার হসপিটালে, মৃত্যুর জন্যে নয় বাঁচার লড়াই লড়বার জন্যে জেগে আছে। শুধু অর্থের প্রয়োজন। আমি যাব আগামীকাল, আমার সীমিত সম্ভার নিয়ে, আপনি যাবেন না? না গেলেও হবে। ভালোবাসার শুভ কামনায় অর্থ সাহায্যটা পৌঁছে দেবেন প্লীজ।
সৌমিত্রের হ্যালো :০১৭১১১৬৬৮২৬
০১৭২৬৫১০৪৬১
শ্রাবণী শাওন আছে পান্থপথের স্কয়ার হাসপাতালে।
যদি বন্ধু হও হাতটা বাড়াও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।