আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাটরিনার মতো শক্তিশালী ঘুর্নিঝড় ধেয়ে আসছে সাবধান বাংলাদেশ



দক্ষিন-পুর্ব বঙ্গোপসাগরে অস্থানরত ঘুর্নিঝড় এসইডিআর হারিকেনের রুপ নিয়েছে। ঘুর্নিঝড়টি আরো জোরদার হয়ে বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদশে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অফিসের সুত্র দিয়ে বিভিন্ন পত্রিকা বলছে গতকাল সন্ধায় ঘুর্নিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১১৫ কিঃমিঃ দক্ষিন ও দক্ষিন-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৩০ কিঃমিঃ দক্ষিন ও দক্ষিন-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১০৯০ কিঃমিঃ দক্ষিনে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে৷ ঘুর্নিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসেরে একটানা গতিবেগ ঘন্টায় ১৬৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিডিনিউজ২৪ডটকম জানায় ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরা নৌকা ও ট্রলার। ইতোমধ্যে শতাধিক ট্রলার তীরে ফিরে এসে নিরাপদ নোঙর করেছে। ঘূর্ণিঝড় আঘাত করলে পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

ব্রিটিশ ঝড় পূর্বাভাস ব্যবস্থা ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, 'এসআইডিআর' নামের ঘূর্ণিঝড়টি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার সমান শক্তি সম্পন্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।