ক্যাটরিনাকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তার হৃদয়ে আসলে কার নামটা বেশি উজ্জ্বল_ তাই জানার ইচ্ছা সবার। সালমান, রণবীর নাকি হৃতি্বক? কার সঙ্গে সম্পর্ক রাখছেন ক্যাট? সালমান-রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা এত দিনে বলিউডপ্রেমীরা নিশ্চয় জেনেছেন। কিন্তু হৃতি্বক?
সালমান-ক্যাটরিনার সম্পর্কের খাতা আগেই বন্ধ হয়ে গেছে। এখন নাকি রণবীরের কাছ থেকেও দূরে সরে গেছেন ক্যাটরিনা! তবে কি নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন ক্যাটরিনা? বলিউডপাড়ার হালের গুঞ্জন যদি সত্যি হয়, তবে ক্যাটরিনার সেই মনের মানুষ হতে পারেন হৃতি্বক রোশন।
বলিউডে রটেছে হৃতি্বক রোশন আর ক্যাটরিনা এখন আর শুধু বন্ধু নন। সম্পর্কের গভীরতা বেড়েছে তাদের মধ্যে।
অনেকেই ধারণা করেন, ক্যাটরিনার সঙ্গে হৃতি্বকের ঘনিষ্ঠতা আর সুজানের সঙ্গে অর্জুন রামপালের ঘনিষ্ঠতার কারণে ভেঙেছে এ জুটির সংসার।
তবে বলিউডপাড়ায় জোর গুঞ্জন, পর্দার পাশাপাশি বাস্তব জীবনে হৃতি্বকের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা মোটেও মেনে নিতে পারছিলেন না সুজান। দুজনের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়েছে হৃতি্বকের ঘর ভাঙা আর রণবীরের সঙ্গে ক্যাটরিনার দূরত্ব তৈরির পর।
সম্প্রতি রণবীরকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্যাটরিনা। এমনকি দুজন এখন এতটাই দূরত্ব বজায় রেখে চলছেন যে ধারণা করা হচ্ছে সালমানের পর এবার বোধহয় রণবীরেরও হৃদয় ভাঙল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।