চোখ জানে তুমি আর কতদূরে সময় কতটা কাছে, মন জানে কার পায়ের শব্দ এই বুকে জেগে আছে।
বসন্তের ওই নরম একরাশ
কাশফুলের ছোয়া,
দু'মুঠো সুখ আর যেন
আছে দু'মুঠো অনুরাগ
তার মধ্যে।
কিছু লজ্জা,কিছু কথা
যা যায় না
মুখ ফুটে বলা।
অনুভূতি ছড়িয়ে দেয়
প্রতিটা অঙ্গে অঙ্গে
নিঃশ্বাসে শুধু তার
মাদকতা।
কিছুটা ভয় পাওয়া ওই
নরম চাহনি,
যেন চায় কিছু
বলতে আমায়।
কি চাও গো বলতে?
কি সেই কথা? কোন সেই ভাবনা?
কেন তোমার লাজুকতা
করে দেয় মোরে আত্বহারা?
কেন তোমার হাসির কলতান
মনে এক অবাধ ঝর্নাধারা?
পিছুটান রেখে করছো
একি খেলা?
যা শুধুই দিয়ে যায়
হৃদয়ে দোলা।
পারি নাহ! আর পারছি নাহ!
ঠেকাতে মোরে,
ওই উচ্ছ্বল প্রতিচ্ছবি থেকে যা
এঁকে দিয়েছ আমার
অন্তরের গভীরে।
কি তুমি? কে তুমি? কি চাও তুমি?
শুধুই কি দিতে চাও
হতাশা আর দুঃখ?
নাকি জীবনের অব্যর্থ
কিছু সুখ?
কিছু বলতে চাই তোমায়
শুনবে কি?
হায়! হায়! ওকি চললে বুঝি?
ফেলে একলা আমায় নিঝুম
এক একাকিত্বের মাঝে!
যাও তুমি,যাও চলে
সুখের ফোয়ারা সঙ্গে নিয়ে,
আমায় যাচ্ছ ফেলে
একলা,একলা,একলা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।