আমাদের কথা খুঁজে নিন

   

ব্যরিষ্টার রফিকুল হকের বক্তব্য কি অমুলক ছিল, আর নির্বাচন কমিশনার।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ব্যরিষ্টার রফিকুল হক কিন্তু এদেশের বিজ্ঞ আইনজীবি। কিন্তু দেখুন তিনি কত সুন্দর ভাবে সাধারন নাগরিকের কথা বললেন। তিনি একজন সাধারন মানুষের মত সহজ কথা বলছেন, যা নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত দেয়ার আগে সহজ ভাবে একবার ভাবা উচিত ছিল। এটাই ভাবা স্বাভাবিক। সেই সকল মানুষ যারা দেশের মাথার উপর বসে বিরাট ভাবনা ভাবেন তাদের যে কোন সিদ্ধান্তের ব্যাপারে একবার সাধারন মানুষের মত করে ভাবা উচিত।

পন্ডিতি করা যে কোন অবস্থানে থেকেই সম্ভব কিন্তু দেশের জীবন-মরন সিদ্ধান্তে পন্ডিতি না করাই শ্রেয়। ব্যরিষ্টার রফিকুল ইসলাম কিবা বললেন, তার দাবী যেহেতু খালেদা জিয়া জীবিত রয়েছেন, আর নির্বাচন কমিশনারের অফিস থেকে তার কাছে যাওয়ার দুরুত্ব ৫ মিনিট, তাই তার সাথে একবার কথা বলা উচিত ছিল। এবং যেহেতু একটি দলে বিবাদ চলছে সেহেতু তাদের কাউকে চিঠি দেয়ার আগে সুষ্টু সমাধানের কথা ভাবা উচিত ছিল। নিবার্চন কমিশনার সাহেব আজকের বক্তব্যে বললেন যে, এটা হচ্ছে তাদের ঐক্যের প্রতি একটি হুশয়ারী যাতে সামনে তারা ঐক্যমতে পৌছাতে পারে। এটাই যদি উনার (ইসি)লক্ষ্য হয় তাহলে উনি চিঠি দেয়ার আগেই তাদের সমঝোতায় পৌছাতে বলতেন, আর না হলে চিঠি কাউকেই দেয়া হবে না এব্যাপারে সিদ্ধান্ত দিতেন।

তাহলে তো এমনিতেই সমঝোতা হয়ে যেত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।