আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বুঝলাম স্টাডি ইকয়েলটু ফেল!!!!!!!!!!!!

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

পরীক্ষা আসলেই রাজ্যের চিন্তা মাথায় চেপে বসে (বাঁচাওওও) । খাওয়া-দাওয়াসহ আরো অনেক কিছুর চিন্তাই তখন ভুলে যেতে ইচ্ছে করে(আম্মাআআ) । এটা হয় কেন আমি নিজেও গবেষণা করে বের করতে পারি নি। এ প্রসঙ্গ আপাতত বাদ থাক। কথা বলি মজার একটা সমীকরণ নিয়ে। ছবিতে গণিতের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে যে স্টাডি ইকুয়েলটি ফেল। অর্থাৎ পড়াশোনা করলে ফেল করতে হইতে পারে!!!!!!!!!!!!!!!!!!! কি জানি গণিতের ভাষা!! আমি মুর্খসুর্খ মানুষ বেশি বুঝি না!! আর এই গাণিতিক সমীকরণও আমার করা নয়। ওই যে বললঅম আমি মুর্খসুর্খ মানুষ। তবে এই সমীকরণ দেখে কেউ যদি পরীক্ষায় ফেলের ভয়ে স্টাডি অর্থাৎ পড়াশোনা বন্ধ করে দেয় তাহা হইলে আমি কোনভাবেই দায়ী থাকিব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।