কেএসআমীন ব্লগ
সারাজীবনই দেখেছি আমাদের এই দেশে সাপ্তাহে একদিন ছুটি। রোববার ছুটি। শুক্রবারে জুমার নামাজের সময় ১২টা থেকে ২টা পর্যন্ত অফিস আদালত বন্ধ থাকতো। কোন অসুবিধাই ছিলনা নামাজ আদায়ে। এরশাদ সাহেব রাজনৈতিক স্টান্টবাজির অংশ হিসেবে শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষনা করেন।
এতে অনেকেই খুশী হন। বুদ্ধিমাত্তিক সিদ্ধান্ত বটে, কিন্তু আন্তর্জাতিক ব্যবসায় আমাদের অনেক অসুবিধা হয়।
যা হোক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমরা অনেকেই তা মেনে নিয়েছি।
কিন্তু শেখ হাসিনার আমলে কোন এক বৃহস্পতিবার হঠাত্ত ঘোষনা দেয়া হলো যে আগামীকাল থেকে দুইদিন সাপ্তাহিক ছুটি - শুক্রবার ও শনিবার। যেই বলা সেই কাজ।
মন্ত্রীপরিষদও জানতো না হাসিনার এই দেশ-বিধ্বংসী সিদ্ধান্তের কথা।
পরবর্তীতে প্রাইভেট সেক্টরের অনেক প্রতিষ্ঠানই তাদের নিজেদের স্বার্থে একদিন সাপ্তাহিক ছুটি চালু রাখে। কিন্তু আমাদের সরকারী সেক্টরে সেই সর্বনাশা সিদ্ধান্তই বহাল থাকে। খালেদা জিয়ার আমলে এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু কোন ফল হয়নি। তাই এখনই সময়, তত্তাবধায়ক সরকারের আমলে আমরা দাবী জানাই, সাপ্তাহিক ছুটি একদিনই করা হোক।
আমাদের মত গরীব দেশের জন্য দু'দিন ছুটি বিলাসিতা ছাড়া কিছু নয়। একদিন ছুটি যেন আদালতেও কার্যকর হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় বিচারকদের লম্বা ছুটি কাটানোর সেই ব্রিটিশ আমলের নিয়মও অবিলম্বে বন্ধ করা উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।