আমাদের কথা খুঁজে নিন

   

২৮অক্টোবর ০৬ পল্টনের নারকীয় হত্যা কান্ডের বিচার হবে কবে



গত বছর ২৮ অক্টোবর পল্টনে ১৪ দল ও জামায়াত শিবিরের মাঝে সংগঠিত সংঘর্ষে যে সকল তরুন তাজা প্রান ঝরে গেল তাদের এ হত্যার বিচার কি কখনো হবে না । বর্তমান কেয়ার টেকার সরকার বাংলাদেশ কে তার সঠিক ভাবে উন্নয়নের লক্ষ্যে পৌছানোর জন্য কাজ করে যাচ্ছে । এ সরকার বিগত ১০ মাসে যা করেছে তা স্বাধীনতার পর থেকে ১১/১/০৭ এর পূর্বে কেহই পারেনি ,তাদের সকল কাজ এদেশের মানুষের কল্যানের জন্য তাইতো দেশের মানুষ তাদের সাথে সর্বদা আছে ।মানুষ যা কোন দিন কপ্লনা করতে পারেনি আজ তাই বাস্তবে পরিনত হয়েছে । কিন্তু এত সব সফলতার পরেও একটা বিষয় এদেশের মানুষকে ভাবিয়ে তোলে ,যে ঘটনা সারা বিশ্বে বাংলাদেশ কে প্রশ্ন বিদ্ধ করেছে সেই পল্টন হত্যা কান্ডের বিচার আজও হলোনা ।যারা জীবন্ত মানুষ পশুর মত পিটিয়ে মারে ,প্রকাশ্যে পিস্তল উচিয়ে গুলি করে ,মূত মানুষের লাশের উপর উঠে নিত্য করে এরা কি এ সরকারের কাছে কোন অপরাধী নয় । যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কে কোন দলের তার দিকে না তাকিয়ে বরং যারা বাংলাদেশ কে বিশ্বের বুকে কলংকূত রাষ্ট্র হিসাবে পরিচিত করেছে তাদের কে প্রকাশ্য শাস্তির ব্যবস্তা করে এদেশের মানুষকে বিশ্বের বুকে মাথা উচু করে কথা বলার মত পরিবেশ তৈরির জন্য বর্তমান সরকারের কাছে অপমানিত এদেশের মানুষের পক্ষ থেকে আমি অনুরোধ করছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।