আমাদের কথা খুঁজে নিন

   

সাত-সতের ~নুকাব্য ২

অত শত জানি না , জল খাবো পানি না।

// কান-কুলো // নীচ তলাতে বসে বসে খাচ্ছি ধুলো, কান দু’টোতে বাতাস লেগে হচ্ছে কুলো। // সুখস্মৃতি // অনেক দিনের পরে সুরমা নদীর তীরে; তোমায় দেখে, আমার মনে ~নুকাব্য ঝরে। // পান খেকোর গান // যতই ফাড়ো গলা তুমি গান গেয়ে, যাচ্ছে দেখা লাল-কালো দাঁত পান খেয়ে। // হকার // মনের সুখে মগজ খুঁড়ি, ~নুকাব্য হকার করি। // বিরস-বয়ান // ভাল্লাগেনা যৌগমূলক, পড়াশোনায় ভ্রান্ত পুলক। // দোঁ-পেয়াজা বিশেষজ্ঞ // বিশেষ কাজে অজ্ঞ যে তাই বিশেষজ্ঞ নাম, প্রেমের বেলায় দোঁ-পেয়াজা ছুটছে কাল ঘাম। // বেকার বিলাস // সারা শহর হন্যে হয়ে চাকরি খুঁজি, ~নুকাব্যে হয়না জোগাড় রুটি রুজি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.